অন্তর্বতী প্রধান কোচ হলেন কোর্টনি ওয়ালশ - Aaj Bikel
 অন্তর্বতী প্রধান কোচ হলেন কোর্টনি ওয়ালশ

অন্তর্বতী প্রধান কোচ হলেন কোর্টনি ওয়ালশ

Share This

ঢাকা  : বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অন্তর্বতী কোচ হলেন কোর্টনি ওয়ালশ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন, দলের প্রধান কোচের জন্য কোর্টনি ওয়ালশের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। শুধুমাত্র আগামী মাসে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত নিদহাস ট্রোফির জন্যই বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কোর্টনি ওয়ালশকে।

এই বিষয়ে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শুধুমাত্র নিদহাস ট্রফির জন্য আমরা ঠিক করেছি কোর্টনি ওয়ালশকে হেড কোচের দায়িত্ব দেব। প্রসঙ্গত চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশের জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই বাংলাদেশ কোনও প্রধান কোচ নেই। পাশাপাশি ২০১৬ সাল থেকেই বাংলাদেশের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন কোর্টনি ওয়ালশ। ২০১৯ সালে বোলিং কোচ হিসেবে মেয়াদ ফুরোচ্ছে তার।

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শ্রীলঙ্কা তরফ থেকে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করা হয়েছে। সেখানে আয়োজক দেশ শ্রীলঙ্কা ছাড়াও খেলবে ভারত ও বাংলাদেশ। কোর্টনি ওয়ালশকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশের বোর্ডের প্রধান বলেন, 'তিনি অনেক অভিজ্ঞ। সবার অত্যন্ত শ্রদ্ধেয়, সবাই সম্মান করে তাঁকে। আমার মনে হয় কারও কোনো সংশয় থাকার কথা নয়।'

কোন মন্তব্য নেই: