পেন্সিলের শিসে শিব ও বুদ্ধের প্রতিকৃতি খোদাই করে তাক লাগিয়ে দিলেন ধীরাজ কোল্লা - Aaj Bikel
পেন্সিলের শিসে শিব ও বুদ্ধের প্রতিকৃতি খোদাই করে তাক লাগিয়ে দিলেন ধীরাজ কোল্লা

পেন্সিলের শিসে শিব ও বুদ্ধের প্রতিকৃতি খোদাই করে তাক লাগিয়ে দিলেন ধীরাজ কোল্লা

Share This

হায়দরাবাদ  : ভগবান ছাড়া এই মহাবিশ্বে একজন শিল্পীই পারে সৃষ্টি করতে। এক শিল্পীর পরিচয় পাওয়া যায় তার সৃষ্টি মধ্যে দিয়ে। শিল্পীর সৃষ্টিশীলতার মধ্যে বিস্ময় লুকিয়ে থাকে। তেমনই বিস্ময় করে দেখালেন ধীরাজ কোল্লা। একটি পেন্সিলের শিসের মধ্যে মহাদেব শিব এবং গৌতম বুদ্ধের প্রতিকৃতি খোদাই করে ফুটিয়ে তুললেন হায়দরাবাদের বাসিন্দা পেশায় ইভেন্ট ম্যানেজার ধীরাজ কোল্লা।

নিজেকে মিনিয়েচার মাক্রো আর্টিস্ট পরিচয় দেওয়া ধীরাজ জানিয়েছেন, ব্যক্তিগত ভাল লাগা থেকেই এই শিল্প নিদর্শন তৈরি করার দিকে ঝোক বাড়ে। ইঞ্জিনিয়ারিংয়ের পড়া মাঝ পথে ছেড়ে দিই। আমি মনে করি জীবনকে যাপন করার জন্য শিক্ষাই একমাত্র পথ হতে পারে না। তাই আমি ভিন্ন ধরণে কিছু করতে চাইতাম।

প্রসঙ্গত, এর আগে পেন্সিলের শিসের মধ্যে ১৮টি অক্ষর খোদাইকে বিশ্বরেকর্ড করেছিল ধীরাজ। তার শিল্পের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই প্রসঙ্গে ধীরাজ বলেন, রাষ্ট্রপতি আমার কাজ দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করেছিলেন। পরে আমাকে নিয়ে ছবিও তোলেন রাষ্ট্রপতি। সেটা আমার কাছে স্মরণী মুহূর্ত ছিল। শিল্পী ছাড়াও সমাজসেবী হিসেবেও ধীরজের পরিচয় রয়েছে। প্রতিদিন একজন নিরন্ন মানুষকে খাওয়ান তিনি।

কোন মন্তব্য নেই: