খেজুরির আলিআমজাদচক তরুন সংঘের উদ্যোগ মহিলা ভলিবল প্রতিযোগীতা - Aaj Bikel
খেজুরির আলিআমজাদচক তরুন সংঘের উদ্যোগ মহিলা ভলিবল প্রতিযোগীতা

খেজুরির আলিআমজাদচক তরুন সংঘের উদ্যোগ মহিলা ভলিবল প্রতিযোগীতা

Share This

কাঁথি  : পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীত্ রাজ্যের বিভিন্ন জেলার মহিলাদের নিয়ে সিনিয়র বিভাগে ভলিবল প্রতিযোগিতা হল খেজুরির অলিআমজাদচক প্রাথমিক স্কুল খেলার মাঠে।রবিবার সন্ধ্যায় খেজুরির অলিআমজাদচক নবীন সংঘের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য ও পুর্ব মেদিনীপুর জেলা ভলিবল এসোসিয়েশনের সহ-সভাপতি বিশ্বজিৎ মাইতি।উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অনুপম মাইতি,বিশিষ্ট শিক্ষক সুব্রত মাইতি প্রমুখ।

একদিনের দিনরাতের এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার ৬টি মহিলা দল যোগ দিয়েছে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলা দলগুলি হল কুতুবপুর পল্লীমঙ্গল সমিতি,শান্তিপুর ভলিবল এসোসিয়েশন,বারাসাত ভলিবল একাডেমী,সোদপুর উন্নয়ন সমিতি,বরিশা সবুজ সংঘ ও তারকেশ্বর ভলিবল একাডেমী।আয়োজক সংস্থার সম্পাদক প্রদীপ জানা বলেন,"দিনরাতের এই মহিলা ভলিবল প্রতিযোগিতায় এলাকায় যথেষ্ট আগ্রহ ছিল।খেলা শেষে চ্যাম্পিয়ন হল কুতুবপুর পল্লীমঙ্গল সমিতি এবং রানার্স হয় সোদপুর উন্নয়ন সমিতি।চ্যাম্পিয়ন দলকে নগদ ৬ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে নগদ ৪ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়েছে।"

কোন মন্তব্য নেই: