বেঙ্গালুরু : চাঁদে ঘাঁটি গাড়তে চায় ভারত। সেই লক্ষ্যেই চাঁদে ‘ইগলু’ তৈরি করছে ইসরো। আগামী কয়েক বছরে এটাই হবে ভারতের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রকল্প।
চাঁদের মাটিতে রোবট ও থ্রি ডি প্রিন্টার পাঠিয়ে সেখানকার মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হবে এই ইগলু। ইতিমধ্যেই ইগলুর পাঁচটি নকশা তৈরি করে ফেলেছেন ইসরোর বিজ্ঞানীরা। এখনই চাঁদে অভিযানের কোনও পরিকল্পনা না থাকলেও প্রযুক্তিগত কাজকর্ম অনেকটাই সেরে ফেলা হচ্ছে।
ইসরোর স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম আন্নাদুরাই টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘চাঁদকে আউটপোস্ট হিসেবে ব্যবাহার করার চেষ্টা হচ্ছে। মহকাশে বিভিন্ন অভিযানের ক্ষেত্রে ওই আউটপোস্ট ব্যবহার করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশও চাঁদের মাটিকে স্থায়ী স্টেশন তৈরির লক্ষ্যে কাজ করছে।’ যদিও এখনও সেরকম কোনও অভিযানের ঘোষণা হয়নি। তবে এই কাঠামো নির্মাণের জন্য প্রযুক্তি প্রস্তুত করতে চায় ইসরো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন