নয়াদিল্লি : পিএনবি অর্থ তছরুপের ঘটনায় অভিযুক্ত নীরব মোদী এবং তার মামা মেহুল চোকসি গত বছর নভেম্বর মাসেই পালানোর ছক কষেছিল| এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে| কিন্তু মুম্বাইয়ে পিএনবি-র যে ব্রাঞ্চে এই ঘটনা ঘটেছে সেই সময় ওই ব্যাংকের দুই আধিকারিক যারা তাদের এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের জায়গায় অন্য দুই কর্মী চলে এসেছিল| তারা নীরব-মেহুলের কোম্পানিকে লন দেওয়ার ব্যপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছিলেন| তখনি মামা-ভাগ্নে বুঝতে পেরে ছিলেন দেশ ছেড়ে পালানো ছাড়া তাদের কাছে আর কোনও পথ নেই|
তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, গত বছর নভেম্বর মাসে মিম্বাইয়ের ওই পিএনবি ব্রাঞ্চে কিছু নিয়ম-কানুন পরিবর্তন হওয়ার ফলে ওই ব্রাঞ্চের কর্মচারীরা অবৈধ্য লেনদেন করতে অস্বীকার করে দেন| তখনই এই অভিযুকরা দেশ ছাড়ার পরিকল্পনা করেন| কোম্পানির দুই পুরোনো কর্মচারী বিপদ আঁচ করতে পেরে নভেম্বরেই দেশে ছেড়ে দুবাইয়ে পালিয়ে যায়| পিএনবি-র ব্রাঞ্চ ম্যানেজার গোকুলনাথ শেঠি গত ১ জানুয়ারি অবসর নেওয়ার পর ওই সপ্তাহেই মোদী এবং চোকসি সপরিবারে পালিয়ে যায়|
তদন্তকারী আধিকারিকদের অনুমান নীরব ১ জানুয়ারি নিজের ভাই নিশল মোদীর সঙ্গে আমেরিকায় পালিয়ে যায়| তদন্তকারী এক আধিকারিকের কথায় এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য উঠে এসেছে, তাতে নীরব আমেরিকায় পালিয়ে গিয়েছে| কারণ নীরবের স্ত্রী একজন আমেরিকান| তদন্তকারী আধিকারিক জানিয়েছেন নীরবের পাশাপাশি তার মামাও ৬ জানুয়ারি আমেরিকায় পালিয়ে যায়|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন