মঙ্গলবারও কয়েকটি জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভবনা - Aaj Bikel
মঙ্গলবারও কয়েকটি জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভবনা

মঙ্গলবারও কয়েকটি জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভবনা

Share This

কলকাতা : বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা । তার প্রভাবেই সোমবার সকালে রাজ্যে ছিল মেঘলা আকাশ । আগামীকাল মঙ্গলবারও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে তাপমাত্রা নামার কোনও সম্ভাবনাই নেই । উল্টে কোনও কোনও জেলায় তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৩৫ ডিগ্রি পেরোতে পারে বলেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ শীত উধাও হয়েছে বেশ কয়েকদিন হল ৷ এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস রাজ্যে ৷ আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গের পাঁচ ও দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

রবিবার রাত ২ টো থেকে ৩ টের মধ্যে সক্রিয় হয় ওই পশ্চিমী ঝঞ্ঝা । তখনই কয়েকটি জায়গায় শুরু হয় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে । এদিন সকালে কলকাতা ছাড়া বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও হয়েছে বৃষ্টি ।

আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । একদিন পর ওই ঝঞ্ঝার প্রভাব কাটবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।

মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা । সোমবারও কলকাতার আকাশ সকালের দিকে মেঘলা ছিল । বেলা বাড়লে তা অবশ্য পরিস্কার হয় । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি । সর্বনিম্ন, ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশি । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৫৬ শতাংশ । সর্বনিম্ন, ৩৯ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়ছে ছিঁটেফোঁটা ।

কোন মন্তব্য নেই: