হাফলং : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের সদর শহর হাফলঙে জাতীয় পতাকা অবমাননা ও তা জ্বালিয়ে দেওয়ার দায়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। দেশের প্রজাতন্ত্র দিবসের দিন হাফলং শহরে কিছু দুষ্কৃতকারী জাতীয় পতাকা জ্বালিয়ে দিয়েছিল।
গত ২৫ জানুয়ারি মাইবাং কাণ্ডের পর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বয়কট করে কালো দিবস পালন করেছিলেন ডিমা হাসাও জেলার মানুষ। এদিন সকালে কতিপয় দুষ্কৃতকারীর দল হাফলং শহরের কোনও এক স্থানে জাতীয় পতাকা জ্বালিয়ে দিয়ে দেশবিরোধী কাজে লিপ্ত হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে দেওয়ার জেরে এই ছবি ভাইরাল হয়ে পড়ে। ফেসবুকে জাতীয় পতাকা জ্বালানোর দৃশ্য দেখে অবশেষে হাফলং পুলিশ নিজেই এনিয়ে এক মামলা দায়ের করে হাফলং থানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন