নির্বাচন পরিবর্তি সন্ত্রাস মোকাবিলায় ফের কেন্দ্রীয় বাহিনী - Aaj Bikel
নির্বাচন পরিবর্তি সন্ত্রাস মোকাবিলায় ফের কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন পরিবর্তি সন্ত্রাস মোকাবিলায় ফের কেন্দ্রীয় বাহিনী

Share This

আগরতলা : রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় নতুন করে কেন্দ্রীয় আধা-সামরিক বহিনী আসতে শুরু করেছে। নির্বাচন কমিশনের প্রস্তাব পেয়েই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভোটগ্রহণ পর্বের পর নিরাপত্তার কাজে আগত কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর অধিকাংশ জওয়ানরা রাজ্য ত্যাগ করেছিলেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যে আবার অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর আনার জন্য প্রস্তাব পাঠিয়েছিল নির্বাচন কমিশন।

রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটগ্রহণ পর্বের পর থেকে রাজনৈতিক সন্ত্রাস ক্রমেই তীব্র আকার ধারণ করে। বিবদমান দুই রাজনৈতিক দলের ক্রমবর্ধমান সংঘর্ষ ফলাফল ঘোষণার পর চরম আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর রয়েছে। ফলে কোনও অবস্থাতেই এই সময়কালে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না-যেতে পারে সেজন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে।

বর্তমানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও খুবই উত্তেজনাপ্রবণ। ফলে ফলাফল ঘোষণার আগেই প্রয়োজনীয় সংখ্যক আধা-সামরিক বাহিনী বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে বলে জানা গেছে। আপাতত প্রায় ১০০ কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হবে। পরে প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনী আনা হবে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে।

উল্লেখ করা যেতে পারে, ১৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ পর্ব শেষে নিরাপত্তার কাজে আগত কেন্দ্রীয় বাহিনীর একটি বড় অংশ রাজ্য ত্যাগ করে। যদিও বিভিন্ন এলাকায় এখনও অল্প-বিস্তর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। এখন অতিরিক্ত বাহিনী আসতে শুরু করেছে। আগামী দু-একদিনের মধ্যে তাদের উত্তেজনাপ্রবণ এলাকায় পৌঁছে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই: