কাঁথি : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায় রামনগর বাজার ব্যবসায়ী সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও ১১জন কর্মকর্তা নির্বাচন হল রবিবার।রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে এই বার্ষিক সাধারণ সভা ও কর্মকর্তা নির্বাচন হয়। এ দিন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার।
নিতাইবাবু বলেন, "রামনগর বাজার ব্যবসায়ী সমিতির জন্মলগ্ন থেকে দীর্ঘ ৩৪ বছর ধরে এই সমিতির সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। রামনগর বাজারে ক্রেতা সাধারণের জন্য প্রতিনিয়ত সংস্থার পক্ষ থেকে নজরদারির ব্যবস্থা রয়েছে। সকলের সুবিধার জন্য নাইট গার্ড, পুলিশি ব্যবস্থা, বাজার পরিষ্কার, স্ট্রীট লাইটের ব্যবস্থা রয়েছে। রামনগর-১ পঞ্চায়েত সমিতি ও তালগাছাড়ী-১গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ক্যানাল পরিষ্কার করা হয়েছে।
রামনগর ব্রীজের উপর যাতে কোন গাড়ি না দাঁড়ায় তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।স্থানীয়দের বহুদিনের দাবি রামনগর ব্রীজের পাশে প্রস্রাবাগার নির্মাণ শেষ হওয়ার পথে।নতুন মার্কেটে সবজি ও মাছের বাজার তৈরি করার জন্য পঞ্চায়েত সমিতির তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। অবিলম্বে রামনগর বাজারে স্থায়ী বাসস্ট্যন্ড নির্মাণ করা হবে। বহু দুস্থ মানুষ, কন্যাদায়গ্রস্ত পিতা-মাতা, অভাবী-মেধাবী ছাত্রছাত্রীদের ব্যবসায়ী সমিতির তরফে আর্থিক সাহায্য করা হয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য বহু মানুষ সুবিধা পেয়েছে। ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার জন্য পাল্লা-বাটখারা রিনিউয়্যাল করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পচনশীল ও অপচনশীল সমস্ত নোংরা সঠিক জায়গায় যাতে ফেলা হয় তাঁর জন্য সবাইকে সজাগ ও সচেতন হতে হবে।"
এ দিন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন পংকজ কুমার মহাপাত্র,সহ-সভাপতি দীপক সার, কার্যকরী সভাপতি সুশীল আদক, সহ-সম্পাদক রবীন্দ্রনাথ সার, কোষাধ্যক্ষ পার্থপ্রতিম দাস। অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন উত্তম গিরি, অক্ষয় নারায়ণ সাউ, সত্যেন্দ্রনাথ গিরি, আত্মানারায়ণ পতি, প্রণব জানা। নির্বাচন পরিচালনা করেন শান্তনু পুষ্টি ও শশাঙ্কশেখর প্রধান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন