দুর্গাপুর : সরকারি জমি বিক্রির অভিযোগে শাসকদলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে। সরকারি জমি দখল করে বাড়ী তৈরীতে বাধা দেওয়ায় দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে হাতাহাতি। ভেঙে ফেলল নির্মিয়মান বাড়ীর দেওয়াল। রবিবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুর ২৪ নং ওয়ার্ড এমএএমসি দক্ষিণপল্লী এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থতি সামাল দেয়।
দুর্গাপুর ২৪ নং ওয়ার্ডে দক্ষিণপল্লীর এলাকাটি বন্ধ কারখানা এমএএসির জমি। কারখানা বন্ধের পর দেখভালের দায়িত্বে রয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ(এডিডিএ)।
দক্ষিণপল্লি বেশ কিছু পতিত জমিতে অবাধে চলছে জবরদখল। রবিবার সকালে এরকমই একজমিতে বাড়ী তৈরীকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা থেকে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে স্থানীয় নিউটাউনশিপ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ২৪ নং ওয়ার্ড সভাপতি পিন্টু মান্নার অনুগামী শ্যামাপদ দে অভিযোগে জানান, “ স্থানীয় কাউন্সিলার অনুগামী কার্তিক দাস ও তার লোকজন সরকারি জমি প্লট করে চড়া দামে বিক্রি করছে।” ওয়ার্ড সভাপতি পিন্টু মান্না জানান," দলে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তবে সরকারি জমি বিক্রির বিষয়টি শুনেছি।" যদিও এদিন অভিযোগ অস্বিকার করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলার লাভলি রায়।
তিনি জানান," দলে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমার কোনও লোক ওখানে জমি দখল করতে যায়নি। এদিন ঝামেলার খবর পাওয়ার পর, আমি মেয়র সাহেব, এডিডিএ'র চেয়ারম্যান ও থানাকে ব্যাবস্থা নেওয়ার জন্য জানিয়েছি।" এবিষয়ে দুর্গাপুর নিউটাউনশিপ থানার পু্লিশ জানিয়েছে,"ঝামেলা একটা হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে কোন পক্ষই অভিযোগ দেয়নি।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন