পুদুচেরি: রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে ফের কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পুদুচেরির জনসভায় কংগ্রেসকে নিশানা করে নরেন্দ্র মোদী বলেন, চার দশকের বেশি একটিই পরিবার দেশ চালিয়েছে | ওদের পরিবারকেন্দ্রিক শাসনের সঙ্গে ‘উন্নয়নমুখী’ এনডিএ জমানার তুলনা করে দেখুন জনগণ।
রবিবার পুদুচেরিতে বিজেপির জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানের তিনি পুদুচেরির কংগ্রেস সরকারকে নিশানা করেন | মোদীর অভিযোগ, কেন্দ্রশাসিত এই অঞ্চলের পরিকাঠামো আজও দুর্বল, পুদুচেরি ‘কংগ্রেসি কালচারের’ বলি হয়েছে। সেইসঙ্গে কেন্দ্রে বিগত কংগ্রেস সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, ৪৮ বছর ধরে সরাসরি বা পরোক্ষে একটি পরিবারই দেশ শাসন করেছে। অন্যদিকে এনডিএ সরকার আগামী মে-তে ৪৫ মাস পূর্ণ করবে। কংগ্রেস শাসনে কী হয়েছে আর বিজেপি শাসিত এনডিএ জমানায় কী কী সাফল্য এসেছে, তার তুলনামূলক বিচার করে দেখতে পারেন বুদ্ধিজীবীরা |
পুদুচেরিতে কংগ্রেস সর্বক্ষেত্রেই ব্যর্থ বলে দাবি করে মোদী বলেন, কর্নাটক ও অন্য সব রাজ্যেই আসন্ন বিধানসভা ভোটে বিজেপি জিতবে, কংগ্রেসের হাতে পড়ে থাকবে শুধু পুদুচেরির ভি নারায়ণস্বামীর সরকারই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন