বেঙ্গালুরু: প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য | প্রথম উড়ানেই সফল সম্পূর্ণ যন্ত্রচালিত যুদ্ধবিমান রুস্তম–২। রবিবার ডিআরডিও–র তত্ত্বাবধানে কর্নাটকের চিত্রদুর্গা জেলার চালাকেরের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে রুস্তুম–২–র সফল উড়ান সম্পন্ন হল । উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন সম্বলিত রুস্তম–২–র এটাই প্রথম উড়ান।
ভারতীয় বায়ুসেনার জন্য সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি হয়েছে এই যুদ্ধবিমান। এদিন উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব তথা ডিআরডিও–র চেয়ারম্যান এস ক্রিস্টোফার, অ্যারোনটিক্যাল সিস্টেমের ডিজি সি পি রামনারায়ণ সহ বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা। ২০১৪ সালে দিল্লিতে হওয়া প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবার রুস্তম–২–কে প্রদর্শিত করেছিল ডিআরডিও। জওয়ানদের মৃত্যু ঠেকাতে শুধু বায়ুসেনাই নয়, সেনাবাহিনীর বাকি দুই বিভাগেও এধরনের যন্ত্রচালিত অস্ত্রের ব্যবহার চালু করতে চাইছে ডিআরডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন