দুর্গাপুর: 'আগে কি সুন্দর দিন কাটাইতাম'। বিজ্ঞান আর প্রযুক্তির যুগে বদলে গিয়েছে সমাজ ব্যাবস্থা। আবার কেউ উপমা টানছে, 'বিজ্ঞানের আশীর্বাদই যেন অভিশাপ।' একের পর এক নৃশংসতার ঘটনা হতবাক শিল্পশহরবাসী।সোশ্যাল নেটওয়ার্কে গ্রাস করছে সামাজিক নেটওয়ার্ক। এমনটাই দাবী শিল্পশহরে বুদ্ধিজীবি মহলে।
২০১৫ সালের আগষ্ট মাস। দুর্গাপুর বিধানগর হাউসিংয়ের বাসিন্দা সুচেতা মুখোপাধ্যায় ও তার কন্যার ব্যাগবন্দী টুকরো দেহ উদ্ধার হয় শেওড়াফুলিতে গঙ্গার ঘাটে। ঘটনার নৃশংসতায় শিহরিত হয়ে ওঠে শিল্পশহরবাসী। ঘটনায় আশপাশের কেউ টের পায়নি। খুন করে মৃতদেহ টুকরো করে ব্যাগবন্দী করে দুর্গাপুর থেকে শেওড়াফুলিতে গিয়ে ধরা পড়ে ব্যাঙ্ক ম্যানেজার সমরেশ সরকার। গত বছর মে মাসে দুর্গাপুর বেনাচিতি এলাকায় একটি ভাড়াবাড়ীর উঠোনে রীনা বিবি নামে এক গৃহবধুর। মৃতদেহ মাটিতে পুঁতে, তার ওপর মার্বেল পাথর বসিয়ে শ্বশুরবাড়ীতে খোঁজ নিতে যায় তাঁর স্বামী। একইরকম ওই নৃশংস ঘটনায় আশপাশের কেই টের পায়নি।
একইরকমভাবে বেনাচিতিতে বহুতল আবাসনে বাঁকুড়ার তরুনী খুনের ঘটনার কেউ টের পেল না। আর প্রশ্ন উঠেছে এখানেই। সমাজতাত্ত্বিক রুপক বসু জানান," আবাসনে জীবনযাপন আত্মকেন্দ্রিক হয়ে যায় মানুষ। সেখান থেকে হতাশা, আর হতাশা থেকে আসে ভোগবাদ অনৈতিকতা। কর্মব্যাস্ততার পর উদবিত্ত সময় আগে মানুষ নানান সামাজিক অনুষ্ঠানে সম্মিলিত হত। এখন বাড়ীতে কি খাচ্ছি, সেটা সারা বিশ্ব জেনে যাচ্ছে সোশ্যাল সাইটে। কিন্তু বিপদের সময় আবাসনের প্রতিবেশী জানতে পারছে না। সামাজিক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।"
অনিন্দিতা মুখোপাধ্যায় শিল্পী তথা দুর্গাপুর ডেপুটি মেয়র। তিনি জানান," আত্মকেন্দ্রিকতার ফলে জীবনযাপন জটিল হয়ে গেছে। অতীতে পড়েছি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এখন সেটাই বাস্তবে। বিজ্ঞানের উন্নতিতে যেমনই এগিয়েছি। তেমনই সমাজটা আসক্ত হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে। বাইরে ঘটনা দ্রুত জানতে পারছি। কিন্তু প্রতিবেশীর ঘটনা জানা যাচ্ছে না।" তিনি আরও জানান," গ্রামে সামাজিক মেলবন্ধন থাকে। সেখানে এধরনের ঘটনা দেখা যায় না। সাধারনত শহরেই এধরনের ঘটনা দেখা যায়।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন