দোলের প্রাক্কালে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, তাপমাত্রা কমার সম্ভাবনা ক্ষীণ - Aaj Bikel
দোলের প্রাক্কালে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, তাপমাত্রা কমার সম্ভাবনা ক্ষীণ

দোলের প্রাক্কালে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, তাপমাত্রা কমার সম্ভাবনা ক্ষীণ

Share This

কলকাতা : ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে ঠাণ্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর| তুষারপাতের কারণে ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে হিমাচল প্রদেশেও| ভারতের এই দুই পার্বত্য রাজ্য ঠাণ্ডায় কাঁপলেও, শীত বিদায় নিতেই অস্বস্তিকর পরিবেশ অব্যাহত কলকাতায়| এমতাবস্থায় সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর| তবে, তিলোত্তমার জন্য নয়| বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে| আবহবিদরা জানিয়েছেন, দোলের আগেই বৃষ্টি হতে পারে বাংলায়| আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেলে রবিবারই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে| বৃষ্টি হলেই ফের কি তাপমাত্রা নিম্নগামী হবে? এই প্রশ্নের উত্তরে আবহবিদরা জানিয়েছেন, বৃষ্টির প্রভাবে তাপমাত্রা সেভাবে কমবে না|

শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে| এর প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে| একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিঙ, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে| কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই| স্বাভাবিকভাবেই তাই মন খারাপ তিলোত্তমাবাসীর| বৃষ্টি হলে তাপমাত্রা কি কমবে? এই প্রশ্নে উত্তরে আবহবিদরা জানিয়েছেন, বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমার তেমন কোনও সম্ভাবনা নেই| আগামী ২৪ ঘন্টাতেও সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে|

অস্বস্তিকর পরিবেশের কারণে কলকাতাবাসীর যখন নাভিশ্বাস, তখন ঠাণ্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ| শনিবার ভারী বৃষ্টিপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে| তাছাড়া তুষারপাত হয়েছে কাশ্মীর উপত্যকার গুলমার্গ সহ বিভিন্ন অঞ্চলে| তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশের কুল্লু ও মানালিতেও| তুষারপাতের পর শনিবার বরফের চাদরে ঢেকে যায় কুল্লুর রাস্তাঘাট| গাছের উপর জমে যায় বরফ|

কোন মন্তব্য নেই: