শিলিগুড়ি : সোনা পাচার রুখতে বড় ধরণের সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। তাঁরা বিশেষ অভিযানে কোটি টাকার সোনা উদ্ধার করল। সেইসঙ্গে গ্রেফতার করা হল তিনসোনা পাচারকারীকে। বেল্টের মধ্যে করে সোনা নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয় ওই তিনযুবককে। ধৃতদের নাম রুপম সেন, নীতিশ দেবনাথ এবং প্রদীপ দেবনাথ। ধৃত তিনজনেরই বাড়ি কোচবিহারে।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবি রতন বণিক জানান, শুক্রবার রাতে পদাতিক এক্সপ্রেস থেকে এদের ধরা হয়। এদের দুজনের বেল্টে সোনার বার ছিল ও আরেকজনের কাছে তিনটি সোনার বিস্কুট ছিল। উদ্ধার হওয়া সোনার দাম ১ কোটি ১৪ লক্ষ টাকা। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। সোমবার ধৃতদের ফের আদালতে তোলা হবে। রতন বণিক আরও জানান, ধৃতরা সোনা নিয়ে এসেছিল মায়ানমার থেকে। কোচবিহার থেকে সোনা নিয়ে পাচারকারীরা কলকাতায় গিয়ে তা বিক্রির ছক ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়েই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা তাদের গ্রেফতার করে। চক্রের সঙ্গে যুক্ত আরও কিছু পাচারকারীর নাম পাওয়া গেছে। সব নিয়ে তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন