কাবুল : তালিবান জঙ্গিদের অতর্কিত হামলায় নিহত আফগান জাতীয় বাহিনীর ২০ জন জওয়ান। শুক্রবার গভীর রাতে স্থানীয় সময় রাত ২টো নাগাদ আফগানিস্তানের ফারাহ রাজ্যের বালা ব্লক জেলার শেখ-ই-বালা কানসক এলাকায় একটি আফগান বাহিনীর সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় তালিবানরা। পাল্টা জবাব দেয় আফগান জাতীয় বাহিনীর জওয়ানরা। সংঘর্ষে নিহত হয়েছেন আফগান জাতীয় বাহিনীর ২০ জন জওয়ান পাশাপাশি ১২ জন তালিবান জঙ্গিও এই সংঘর্ষে নিহত হয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে তালিবান। সেনা ছাউনি থেকে প্রচুর পরিমাণে অস্ত্র নিয়ে চম্পট দেয় তালিবানরা। এই বিষয়ে ফারাহ রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে দাদুল্লা কানি জানিয়েছেন, রাত ২টো নাগাদ এই হামলা চালায় তালিবানরা। এই হামলায় এখনও পর্যন্ত ২০ জন জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন