রাজ্যে দমকলে মোট ১০,১৭৫ টি শূন্যপদে নিয়োগের ঘোষণা - Aaj Bikel
রাজ্যে দমকলে মোট ১০,১৭৫ টি শূন্যপদে নিয়োগের ঘোষণা

রাজ্যে দমকলে মোট ১০,১৭৫ টি শূন্যপদে নিয়োগের ঘোষণা

Share This

 

দমকল দফতরে মোট পদের প্রায় অর্ধেকটাই খালি পড়ে আছে৷ পড়ে থাকা শূন্যপদে দ্রুত নিয়োগে ঘোষণা করলেন মন্ত্রী৷ রাজ্যে দমকল দফতরে মোট পদ রয়েছে ১০,১৭৫ টি। যার মধ্যে ৫৭৮৬ টি পদ শূন্য৷ তাই নতুন নিয়োগের কথা  বিধানসভায় ঘোষণা করেছেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, ' এখন মোট ৩১৫৬ টি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে৷ বিভিন্নস্তরে এই নিয়োগ করা হচ্ছে৷ এছাড়া ১৫০০ অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে৷’


বর্তমানে দমকল দফতরে প্রায় ১২০০ অস্থায়ী কর্মী রয়েছে৷ স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে অফিসার থেকে ফায়ার অপারেটর বিভিন্নস্তরেই নিয়োগ করা হচ্ছে৷ রাজ্যে এই মুহূর্তে মোট ১৩১ টি অগ্নিনির্বাপণ কেন্দ্র রয়েছে৷ যার মধ্যে ২৬টি নতুন৷ এছাড়া আরও ৭৩ টি অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করেছে দমকল দফতর৷

কোন মন্তব্য নেই: