জানেন কি? আফ্রিকার দেশে রাষ্ট্রভাষা এখনও বাংলা! - Aaj Bikel
জানেন কি? আফ্রিকার দেশে রাষ্ট্রভাষা এখনও বাংলা!

জানেন কি? আফ্রিকার দেশে রাষ্ট্রভাষা এখনও বাংলা!

Share This

অজয় মজুমদার: প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। পৃথিবীর কোথায় কিভাবে দিনটি উদযাপন হয় সে বিষয়ে সংবাদ মাধ্যম এক রকম নীরব। তবে ইন্দোবাংলা বর্ডার এলাকা সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মাতৃভাষা দিবস যথেষ্ট জাঁকজমক সহ পালিত হয়। অথচ এই এলাকার মানুষের মধ্যে মাতৃভাষার ওপর আস্থা রাখতে পারছেন না৷ 


নিজের সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়ানোর জন্য ব্যবস্থা, তাদের রাতারাতি বাংলা ভুলিয়ে দিয়ে ইংরেজি বুলিতে পরিণত করার প্রত্যাশা নিয়েই ইংরেজি স্কুলের দরজায় দরজায় এক বান্ডিল টাকা নিয়ে ভর্তির প্রত্যাশা৷ মাতৃভাষা দিবস উদযাপন তাদের কাছে হাঁসজারুর মতো। অসমের ভাষা দিবসের নাম দেওয়া হয়েছে বাংলা ভাষা দিবস৷  অসমের তথ্য সংস্কৃতি মন্ত্রী ভাষা দিবস উদযাপন নিষিদ্ধ করলেন, তিনি ভুলেই গেছেন এটা আন্তর্জাতিক ভাষা দিবস।
অসমের ভাষাও এর বাইরে নয়। একজন জনপ্রতিনিধি যদি এবকম কথা বলেন তা হলে তার পদে থাকার কোন অধিকার থাকে কি?

মাতৃভাষা উদযাপিত হয় অন্তত ১১৭টি দেশে৷  ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল অবধি একটানা বাংলা ভাষার স্বীকৃতি দেত্তয়ার রক্তক্ষয়ী আন্দোলনের উজ্জ্বল দৃষ্টান্ত সারা বিশ্বকে বিস্মিত করে দিয়েছিল। বাংলার মাতৃ ভাষার জন্য ধীরেন্দ্রনাথ দত্ত, দিলীপ কর, আব্দুল জব্বার, আব্দুর সালাম, আফিউর রহমান, আব্দুল বরকত দের খুন করা হয়। সেই থেকেই মাতৃ ভাষীদের মধ্যে একটা রেঁনেসাস বা নবজাগরণের সৃষ্টি হয়৷  তাই  মাতৃভাষার সুতিকা ঘর পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলা দেশকে বলা হয়।  ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসকে স্বীকৃতি দেয়।

বাংলা ভাষার প্রচার ও প্রসার চলছে৷ বাংলা দেশের একটি পত্রিকা তাদের উত্তর আমেরিকা ও উপসাগরীর সংস্করণ প্রকাশ শুরু করেছে৷ সদ্য প্রয়াত ফাদার মারিনা রিগানোর কথা আমরা জানি৷ তিনি লালন, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন সহ প্রিয় সুনির্বাচিত বাংলা সাহিত্য অনুবাদ করে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন৷ বাংলা ভাষা কিন্তু সে অর্থে প্রান্তিক নয়৷ আপনারা জানলে অবাক হবেন, আফ্রিকার একটি দেশ নাম সিয়েরা লিওন, আটলান্টিক মহাসাগরের তীরের এই দেশের অন্যতম ভাষা বাংলা৷ আমাদের মাতৃ ভাষাকে বাঁচানোর দায় আমাদেরই৷ তাকে সম্মান করতে না পারলে নিজেদের অস্তিত্বই বিপন্ন হবে।

কোন মন্তব্য নেই: