মুম্বই: আজ সোমবার বলিউডের ‘চাঁদনী’ শ্রীদেবীর ভিলে পার্লে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। রবিবার রাতে শ্রীদেবীর কফিনবন্দী দেহ মুম্বই বিমানবন্দরে অানার কথা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ময়নাতদন্ত ও হস্তান্তরের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় রাতে তাঁর নিথর দেহ অানা সম্ভব হবে না। এও জানা গিয়েছে, আজ সোমবার সকালেই তাঁর দেহ মুম্বই বিমানবন্দরে অাসবে৷ বিমানবন্দর থেকে তাঁর দেহ মুম্বইয়ের লোখান্ডওয়ালায় শ্রীদেবীর বাড়িতে নিয়ে যাওয়া হবে৷
রবিবার সকালে শ্রীদেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির সামনে অনুরাগীদের ভিড় জমে যায়। শ্রীদেবীর বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সোমবার মুম্বইয়ে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে৷
শনিবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪। সূত্রের খবর, ভাগ্নে মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামী বনি কাপুর, ছোট মেয়ে খুশিকে নিয়ে দুবাইকে গিয়েছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে হোটেলের শৌচাগারে বুকে ব্যাথা অনুভব করেন শ্রীদেবী। সেখানেই পড়ে যান তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শ্রীদেবীর। শ্রীদেবীর আকস্মিক মৃত্যু খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। রবিবার তাঁর মৃতদেহ দুবাইতে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা।
এদিন সকাল থেকে মুম্বইয়ের লোখান্ডওয়ালায় শ্রীদেবীর বাড়ির সামনে অনুরাগীদের ভিড়। শ্রীদেবীর বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এদিন সকাল থেকে মুম্বইয়ের লোখান্ডওয়ালায় শ্রীদেবীর বাড়ির সামনে অনুরাগীদের ভিড়। শ্রীদেবীর বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
শ্রীদেবীর নিথর দেহ দেশের ফেরত আনতে আরব আমিরশাহী কর্তৃপক্ষের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ বজায় রাখে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। সূত্রের খবর, অভিনেত্রীর মৃত্যু হৃদরোগে হওয়ায় ময়নাতদন্ত প্রক্রিয়া করা হয়।
দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল বিপুল বলেন, শ্রীদেবীর দেহ ভারতে ফিরিয়ে আনার বিষয়ে দুবাই পুলিশের সঙ্গে সহযোগিতা করা হয়। জানা গিয়েছে, শ্রীদেবীর দেহ আল-কুসাইতে পুলিশ হেডকোয়ার্টারের মর্গে রাখা হয়।
এর আগে, আরব আমিরশাহীতে ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সিংহ পুরী শ্রীদেবীর প্রয়াণে শোকপ্রকাশ করে বার্তা দেন। এদিকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সূত্রে খবর, শ্রীদেবীর মৃতদেহ আনতে একটি প্রাইভেট বিমান রবিবার দুপুর একটা নাগাদ দুবাই রওনা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন