আগরতলা : আগামীকাল ২৮ ফেব্রুয়ারি ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস টি ভাইপেই অবসরে যাচ্ছেন। মঙ্গলবার প্রথা মেনে জাস্টিস টি ভাইপেইকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। আগামী এক মার্চ ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন অজয় রাস্তোগী।
প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস টি ভাইপেই-এর মঙ্গলবারই ছিল কাজের শেষ দিন। এদিন নিয়ম অনুসারে পূর্ণাঙ্গ বেঞ্চ বসে। তার পর সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান বিচারপতি ভাইপেইকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বুধবার সকালে তিনি রাজ্য ত্যাগ করবেন।
আগামী ১ মার্চ নতুন প্রধান বিচারপতি অজয় রাস্তোগী শপথ গ্রহণ করে কাজ শুরু করবেন। এদিন রাজভবনে রাজ্যপাল তথাগত রায় প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।
প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপক গুপ্তা। তার পর এই পদে দায়িত্ব পালন করেন বিচারপতি টি ভাইপেই। এবার রাজস্থান হাইকোর্টের বরিষ্ঠ বিচারপতি জাস্টিস অজয় রাস্তোগী ত্রিপুরা হাইকোর্টের তৃতীয় প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন