কলকাতা : বিতর্কিত আইপিএস ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজুকে মঙ্গলবার একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করল সিআইডি । তবে সিআইডি সুত্রে খবর রাজু সহজে মুখ খুলছেন না । বেশির ভাগ প্রশ্নেরই উত্তর এড়িয়ে যাচ্ছেন ।
ভারতীর সাগরেদ ধৃত তিন পুলিশ অফিসার জেরায় দাবি করেছেন, সোনার বিনিময়ে তাঁরা যে নগদ পেয়েছিলেন, তা তাঁরা ভারতী ঘোষকে দিয়েছিলেন । যা বিভিন্ন জায়গায় রাখা রয়েছে । সেই খোঁজও ধৃতরা দিয়েছেন বলে খবর । এই বিষয়ে রাজু কিছু জানেন কি না, তা জানতেই তাঁকে জেরা করে সিআইডি ।
কিন্তু তিনি মুখ খোলেন নি । ঘাটাল আদালতে রুজু হওয়া তোলাবাজির মামলায় এর আগে এম এ ভি রাজুকে জেরা করেছে সিআইডি । তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়ে বাঁশদ্রোণীর একটি ফ্ল্যাট থেকে ২ কোটি টাকা উদ্ধার করে তারা । এই ফ্ল্যাটের চাবি রাজুর কাছে ছিল বলেই দাবি করে সিআইডি । এই নিয়ে বিতর্কও শুরু হয় । ইতিমধ্যেই আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী অফিসাররা । যার মধ্যে রয়েছে কয়েকটি নতুন সম্পত্তির খোঁজ । যদিও আজ বাঁশদ্রোণীর ফ্ল্যাটের মালিককে চেনেন বলে কুবুল করেন রাজু । তবে ওই ফ্ল্যাটে ২ কোটির ওপর টাকা কে রেখেছিল তা জানেন না বলেই এদিন দাবি করেন ভারতী ঘোষের স্বামী ।
সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও মেলেনি । তা জানা জরুরি । সেই কারণেই তাঁকে ফের জেরা করা প্রয়োজন । তা না হলে রহস্যের জটও খুলবে না । এই কারণেই এম এ ভি রাজুকে ফের ডাকা হবে বলে খবর । আসলে রাজুকে জেরা করে তোলাবাজি মামলায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইছে তদন্তকারী সংস্থা সিআইডি । এদিকে, এই ঘটনায় গ্রেফতার হওয়া পুলিশ অফিসারদের বেনামে থাকা সম্পত্তির হদিশ মিলতে শুরু করেছে বলে খবর । তাঁদের লুকনো সম্পত্তির খোঁজে এদিনও বিভিন্ন জায়গায় তল্লাশি হয়েছে বলে খবর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন