২০১৮-১৯ সালের বাজেট পেশ করলেন সুশীল কুমার মোদী - Aaj Bikel
 ২০১৮-১৯ সালের বাজেট পেশ করলেন সুশীল কুমার মোদী

২০১৮-১৯ সালের বাজেট পেশ করলেন সুশীল কুমার মোদী

Share This

পাটনা  : বিরোধীদের প্রবল হৈ-হট্টগোলের মাঝেই বিহারের ২০১৮-১৯ সালের বিহারে রাজ্য বাজেট পেশ করলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী সুশীল কুমার মোদী | মঙ্গলবার বিহারের রাজ্য বিধানসভায় বিরোধীদের প্রবল চিত্কার-চেচামেচির মধ্যেই সুশীল মোদী বাজেট ভাষণ পেশ করেন| বাজেট ভাষণ পড়ার মধ্যেই বিরোধী সদস্যরা লাগাতার স্লোগান দিতে থাকেন এবং নানা রকম উক্তি করতে থাকেন | এদিন উপ-মুখ্যমন্ত্রী রাজ্যের ১ লক্ষ ৭৬ হাজার টাকার বাজেট পেশ করেন| এবারে তিনি চলতি বছরের আর্থিক বাজেট বৃদ্ধি করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সামাজিক উন্নয়নের নানা খতিয়ান তুলে ধরেন|

এদিন, রাজ্যের অর্থমন্ত্রী বাজেটের নানা নথিপত্র নিয়ে দুপুর দু’টা নাগাদ বিধানসভায় প্রবেশ করেন | এদিন বিধানসভায় প্রবেশ করার পর এনডিএ-র বিধায়করা তাকে ফুল দিয়ে স্বাগত জানান | এদিন মোদীর ভাষণের সঙ্গে সঙ্গেই বিধানসভার কাজ শুরু হয়ে যায় | সেই সময় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিধানসভায় পৌঁছোন | উল্লেখ্য জিএসটি লাগু হওয়ার পর এটাই রাজ্যের প্রথম বাজেট |

কোন মন্তব্য নেই: