সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ছবি পোস্ট, অপমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী - Aaj Bikel
সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ছবি পোস্ট, অপমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ছবি পোস্ট, অপমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

Share This

হাওড়া  : সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও ছবি পোস্ট করায় অপমানে আত্মঘাতী হাওড়ার এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার রাতে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায় নালিকুলে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী৷ মঙ্গলবার সকালে পরিবারের লোকরা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পলাতক অভিযুক্ত যুবক।

জানা গেছে, প্রেমের প্রস্তাব দেওয়ার পর ছাত্রীর কাছে প্রত্যাখ্যাত হয় এক যুবক৷ অভিযোগ, সেই রাগেই সোশ্যাল মিডিয়ায় ছাত্রীটিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে ওই যুবক৷ বেশ কয়েকটি ছবিতেও আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করে ওই যুবক৷ তাতেই অপমানিত হয়ে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ৷ সোমবার রাতে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায় নালিকুলে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী৷ সকালে পরিবারের লোক ছাত্রীটিকে ডেকেও সাড়া না মেলায় ঘরে ঢুকে দেখেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাঁদের মেয়ে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে৷ এই ঘটনার পর ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার৷

কোন মন্তব্য নেই: