মুম্বই: কফিন বন্দী হয়ে দুবাই থেকে দেশে ফিরল শ্রীদেবীর দেহ। ব্যক্তিগত বিমানে আনা হয় তাঁর দেহ। মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ মুম্বই বিমানবন্দরে পৌঁছেছে শ্রীদেবীর দেহ। বিমানবন্দরে রয়েছে অনিল কাপুর, অনিল অম্বানি। মঙ্গলবার রাতে শ্রীদেবীর দেহ রাখা থাকবে ভাগ্য বাংলোয়। আজ বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর। তবে বুধবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মুম্বই স্পোর্টস ক্লাবে প্রয়াত অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
এর আগে ঘনীভূত মৃত্যু রহস্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করে মঙ্গলবার মামলা গুটিয়ে নেওয়ার পর শ্রীদেবীর দেহ আনার ছাড়পত্র দেয় দুবাই পুলিশ ও সেদেশের অভিযোজন বিভাগ |সেইসঙ্গে শ্রীদেবীর স্বামী বনি কাপুরকে ক্লিনচিট দিল দুবাই পুলিশ। তাঁর পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। এরপরই দুবাইয়ের মর্গে যান কাপুর পরিবার। পরিবারের সঙ্গে মন কনস্যুলেটের অফিসাররা। ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর দেহ । মৃত্যুর চারদিনের মাথায় আজই ভারতে ফিরল শ্রীদেবীর দেহ। বনি, অর্জুন কাপুর সহ একই সঙ্গে ফিরেছে পুরো পরিবার।
গত শনিবার দুবাইয়ে আত্মীয়র বিয়েতে গিয়ে মৃত্যু হয় বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর | প্রথমে জানা গিয়ে ছিল হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে | তবে যত সময় গেছে ঘনীভূত হয় মৃত্যু রহস্য। সোমবারই ময়নাতদন্তের রিপোর্টের দাবি করা হয়, অভিনেত্রীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। বেসামাল হয়ে গিয়ে বাথটবে পড়ে জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। এবার মৃত্যু রহস্যে নয়া মোড়। বলিউড অভিনেত্রীর মাথায় পাওযা গেল গভীর ক্ষতচিহ্ন।
এদিকে, হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে । আজ আরও একবার দুবাই পুলিশ জেরা করে শ্রীদেবীর স্বামী বনি কাপুরকে | এই ঘটনায় এই নিয়ে তৃতীয়বার জেরা করে তাঁকে । প্রাথমিকভাবে আটককে রাখা হয় বনি কাপুরের পাসপোর্ট । যদিও পরে বনি কাপুরের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে |
তদন্তের মাঝেই আজ শ্রীদেবীর মৃতদেহ ভারতে আনার ছাড়পত্র পায় তাঁর পরিবার। ভারতীয় দূতাবাসকে চিঠি পাঠায় দুবাই পুলিশ। দেহ সংরক্ষণের ব্যবস্থা করার পর মরদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃত্যুর চারদিনের মাথায় আজই ভারতে ফিরল শ্রীদেবীর দেহ। পাসপোর্ট ফিরে পাওয়ায় অন্যদের সঙ্গে বনি কাপুরও একই চার্টার্ড বিমানে দেশে ফেরেন | বাবার পাশে থাকার জন্য মঙ্গলবার সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন অর্জুন কাপুর। রয়েছেন অন্যান্য আত্মীয়রাও।
এদিকে সকাল থেকেই ভাগ্য বাংলোয় আনাগোনা শুরু করেছেন বলিউডের তারকারা। শহরুখ খান, মাধুরী দিক্ষিত, রেখা, কমল হাসান, রজনীকান্ত থেকে শুরু করে করণ জোহর, মণীশ মলহোত্রা সকলেই যাওয়া আসা করছেন অনিল কাপুরের বাড়িতে। লোখণ্ডওয়ালার ‘ভাগ্য’ বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছে। প্রিয় অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে চান তাঁরা।
ইতিমধ্যেই দুবাই থেকে দেশে ফিরল শ্রীদেবীর দেহ। ব্যক্তিগত বিমানে আনা হল তাঁর দেহ। মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ মুম্বই বিমানবন্দরে পৌঁছেছে শ্রীদেবীর দেহ। বিমানবন্দরে রয়েছে অনিল কাপুর, অনিল অম্বানি। আপাতত বিমানবন্দর থেকে বের করে আনা হয়নি মৃতদেহ। শ্রীদেবীর দেহ গ্রিন করিডর দিয়ে নিয়ে যাওয়া হবে। রাতে রাখা থাকবে ভাগ্য বাংলোয়। বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন