ক্যাডার সন্ত্রাসে প্রাণ হরণ গৃহবধূর - Aaj Bikel
ক্যাডার সন্ত্রাসে প্রাণ হরণ গৃহবধূর

ক্যাডার সন্ত্রাসে প্রাণ হরণ গৃহবধূর

Share This

আগরতলা : ক্যাডার সন্ত্রাসে এবার প্রাণ হারিয়েছেন জনৈক গৃহবধূ। ঘটনায় আহত স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
দুদিন আগে পেঁচারথলে স্থানীয় মহিলা জনজাতি বিজেপি-কর্মী গীতালি চাকমার (৩২) উপর হামলা সংগঠিত হয়। বাড়িতেই অভিযুক্ত ক্যাডাররা আচমকা ঢুকে হামলা সংগঠিত করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে এসে তার স্বামী বিমল চাকমাও নিগৃহীত হয়েছেন।

অভিযোগ, পরিবারটি আগে শাসকদলের সমর্থক ছিল। কিন্তু গত কয়েক মাস আগে তারা শাসকদলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে শামিল হয়ে যান। আর এতেই ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয় ক্যাডাররা।
ঘটনার অব্যবহিত পরে আহত দম্পতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার গভীর রাতে গৃহবধূ প্রাণ হারান। প্রয়াতের স্বামী এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

কোন মন্তব্য নেই: