দুর্গাপুর : ফের চিকিৎসায় গাফিলাতির অভিযোগে শিশুমৃত্যুর অভিযোগ বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। মৃত্যুর পরদিন পুলিশি পহরায় প্যাকিং করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে দিনভর হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ পরিবারের লোকজন সহ এলাকাবাসীর। অবরোধ করল সড়কও। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুর নাম অভিজিত ঘোড়ুই(২)। দুর্গাপুরের ৪ নম্বর ওয়ার্ডের ইস্পাত পল্লীর বাসিন্দা। শুক্রবার শিশুটিকে সর্দি-কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। পরিবারের দাবি, চিকিৎসকদের পরামর্শ মতো ভর্তি করা হয়। শনিবার সকালে ওই শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর খবর চাউর হতেই পরিবারের লোকজন ও এলাকাবাসী চড়াও হয় হাসপাতালে। হাসপাতালের মূল দুটি গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করে। মৃত শিশুর মা সমাপ্তী ঘোড়ুই জানান," রাতে ইঞ্জেকশন দেওয়ার পর, আমার ছেলে কেঁদে উঠেছিল। তখনই খিঁচুনি শুরু হয়। বেগতিক বুঝে বাড়ীর লোকজনদের জানাতে চেয়েছিলাম। কিন্তু কোনরকম ফোন করতে দেওয়া তো দুর অস্ত, আমার কাছ থেকে ছেলেকে নিয়ে চলে যায়। শনিবার বেলা ১১ টা নাগাদ মারা গেছে বলে জানায়। ছেলে শরীর অবস্থা দেখেই বুঝে গিয়েছিলাম রাতে ওরা ভুল ইঞ্জিকশন দিয়েছে।"
মৃতের আত্মীয় সুভাষ ঘোষ জানান," নিজেদের গাফিলাতি ঢাকতে গতকাল তারা জানায়নি। শনিবার মৃতদেহ প্যাকিং করে এমনকি পুলিশি পহরায় তারপর মৃতদেহ তুলে দিচ্ছে। চিকিৎসায় চরম গাফিলাতি রয়েছে। তাই আমরা ঘটনার ফরেন্সিক তদন্ত চাই এবং অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমুলক শাস্তি হাসপাতালের অনুমোদন বাতিল করা হোক।" এদিন খবর চাউর হতেই টুম্পা বন্ধ্যোপাধ্যায় নামে আর এক সন্তানহারা মা বিক্ষোভে সামিল হয়। তিনি জানান," গত ১২ সেপ্টম্বর একইরকমভাবে ভুল ইঞ্জিকশন দেওয়ায় আমার শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় অসহায় অবস্থায় প্রতিবাদ জানাতে পারিনি। আজ খবর শুনে মনে জোর পেয়েছি। তাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছি। এই হাসপাতাল বন্ধ না করলে আমার মতো অনেক মায়ের কোল খালি হয়ে যাবে।" বিক্ষোভের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মারমুখী ক্ষিপ্ত জনতাকে সামাল দিতে পুলিশের পাশাপাশি নামে কমব্যাট ফোর্স। ডিসি অভিষেক মোদী জানান," পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ মোতায়ন রয়েছে।" যদিও হাসপাতাল সুপার সঞ্জয় কুমার জানান," দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জানান," বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন