আগরতলা : অকালে চলে গেলেন সংবাদ পাঠক দেবদুলাল ভট্টাচার্য। দেবদুলাল ওরফে মিঠু বহু বছর ধরে সংবাদ পাঠক ছিলেন।
সংবাদ পাঠক হিসেবে তিনি রাজ্য এবং অসমের বরাক উপত্যকায় বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। শুক্রবার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ধর্মনগরে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি অসুস্থ ছিলেন অনেকদিন ধরে। মস্তিষ্কে সমস্যা জনিত কারণে ২০০৯ সালে বেঙ্গালুরুতে একবার তাঁর অপারেশন হয়েছিল। দুই বছর পর আবার একই ভাবে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। মাস-দুয়েক বিশ্রাম নিয়ে আবার যথারীতি কাজ শুরু করেন তিনি। মৃত্যুর আগের দিনও তিনি কাজ চালিয়ে গেছেন। কিন্তু এভাবে চলে যাবেন কেউ ভাবেননি।
১৯৭৪ সালে জন্ম দেবদুলালের। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। বাবা অবসরপ্রাপ্ত ডাক বিভাগের কর্মী। বড় দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বৃদ্ধ মা-বাবার একমাত্র অবলম্বন ছিলেন তিনি দেবদুলাল। ছেলের অকাল প্রয়াণে বৃদ্ধ মা-বাবা বাগরুদ্ধ হয়ে পড়েছেন। সাংস্কৃতিক জগতের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। অসুস্থতা সত্ত্বেও হাস্যকৌতুক আর সিলেটি রামায়ণ পাঠে রাজ্য জুড়ে তাঁর খ্যাতি ছিল। তাঁর অকাল প্রয়াণে রাজ্যের সংবাদ ও সাংস্কৃতিক জগতে শোকের ছায়া নেমে এসেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন