৯৫টির মধ্যে ৬২টি আসন নিয়ে লুধিয়ানা পৌরসভা দখল করল কংগ্রেস - Aaj Bikel
৯৫টির মধ্যে ৬২টি আসন নিয়ে লুধিয়ানা পৌরসভা দখল করল কংগ্রেস

৯৫টির মধ্যে ৬২টি আসন নিয়ে লুধিয়ানা পৌরসভা দখল করল কংগ্রেস

Share This

লুধিয়ানা : লুধিয়ানা পৌরসভা নির্বাচনে কংগ্রেসের জয়জয়াকার । লুধিয়ানা পৌরসভার ৯৫টি আসনের মধ্যে ৬২টি আসনেই জয় পেল কংগ্রেস |

গত শনিবার ভোটগ্রহণ হয় ৯৫টি আসনের লুধিয়ানা পৌরসভায় | মঙ্গলবারের গণনায় ৯৫টি আসনের মধ্যে ৬২টি আসনেই জয় পেল কংগ্রেস | বিজেপি পেয়েছে ১০ টি আসন এবং শিরমণি আকালি দল পেয়েছে ১১ আসন। লোক ইন্সসাফ পার্টি পেয়েছে ৭টি আসন এবং আম আদমি পার্টি পেয়েছে ১টি আসন। অন্যদিকে নির্দল পেয়েছে ৪টি আসন।
প্রসঙ্গত, লুধিয়ানার ৯৫টি পৌরনিগমের জন্য শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে লড়ে ৪৯৪ জন প্রার্থী। ভোট পড়ে ৫৯.৭০ শতাংশ। সোমবার ৪৪ নম্বর ওয়ার্ডের ২ ও ৩ নম্বর বুথে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৯টি গণনা কেন্দ্রে মোট ১০৮টি টেবিলে ভোট গণনার কাজ হয়েছে। সহকটি কেন্দ্রেই বিপুল নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। সকাল ১০টা থেকেই কংগ্রেসের এগিয়ে থাকার ছবি সামনে এসেছিল। এরপর বেলা ১১টা নাগাদ হাত চিহ্নের জয়ের ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়।

উল্লেখ্য, এর আগে অমৃতস্বর, জলন্ধর, পাটিয়ালা পৌরসভায় জয়লাভ পেয়েছিল কংগ্রেস।

কোন মন্তব্য নেই: