ক্যানিং : একদিকে যখন “গাছ লাগান, প্রান বাঁচান” বা রাজ্য সরকারের সবুজশ্রী প্রকল্পের প্রচার চলছে রাজ্য জুড়ে| ঠিক তখনই সকলের অলক্ষে তিনশোর বেশী গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে| ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাঁঠাভাঙি গ্রামে কেটে ফেলা হল তিনশো’রও বেশি গাছ| ঘটনায় অভিযুক্ত স্থানীয় বাসিন্দা সমতুল নস্কর। গাছগুলি তার নিজের হলেও একসঙ্গে এতোগুলি গাছ কাটার জন্য কোনওরকম সরকারি অনুমতি তিনি নেননি বলে প্রশ্ন উঠেছে। ঘটনা জানাজানি হতেই পলাতক অভিযুক্ত ওই ব্যক্তি।
গত এক সপ্তাহ ধরেই একে একে প্রায় তিনশোরও বেশি গাছ কেটে তা একজন ঠিকাদারের কাছে সাড়ে তিন লক্ষ’র বেশি টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে প্রথমে গ্রামের লোকজন কিছু না বললেও পরে তারা স্থানীয় গোপালপুর পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি সরজমিনে খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন পঞ্চায়েত প্রধান পাপিয়া মণ্ডল। তিনি বলেন, “ অভিযুক্ত ওই ব্যক্তি পঞ্চায়েতের কাছ থেকে কোনও অনুমতি না নিয়েই গাছ কেটেছেন।
একসঙ্গে এতো গাছ তিনি কেটে ভীষণ অন্যায় করেছেন। এ বিষয়ে যা আইনত ব্যবস্থা নেওয়ার সেটা পঞ্চায়েতের তরফ থেকে নেওয়া হবে”। ইতিমধ্যেই এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক। স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় মন্ডল বলেন, “একটা গাছ কাটতে গেলে আগে পাঁচটা গাছ লাগাতে হয়। সেখানে একটি গাছও না লাগিয়ে কিভাবে ওই ব্যক্তি এতোগুলো গাছ কাটলেন? ওনার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করবো। এভাবে চলতে থাকলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন