শিলিগুড়ি : কে তৃণমূলে গেল বা এল তা নিয়ে সিপিএমের মাথাব্যথা নেই। সোমবার বাইচুং ভুটিয়ার তৃণমূল কংগ্রেস ত্যাগ নিয়ে এমনি মন্তব্য করলেন সিপিএম নেতা তথা শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্য।
আজ সকালে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে সরে দাঁড়ান বাইচুং ভুটিয়া। এনিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অশোক ভট্টাচার্য শাসকদলের একাধিক মন্ত্রীদের সমালোচনা করে বলেন, “বাইচুং ভুটিয়া বা কে তৃণমূলে গেল বা এল তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। এটা আমাদের বিষয় নয়। ওদের ব্যক্তিগত বিষয়।” এপ্রসঙ্গে তাঁর কটাক্ষ, “কয়েকজন মন্ত্রী আছে। এদের কোনও কাজ নেই। এদের একটাই কাজ দল পরিবর্তন করানো। এদের দল পরিবর্তন সম্পর্কিত মন্ত্রী বলাই ভালো। এদের অন্য কোনও কাজ নেই। কিন্তু, এভাবে তো বেশিদিন চলবে না।” তবে দলত্যাগ করানো মন্ত্রীদের নাম বলতে চাননি অশোকবাবু।ৃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন