গুয়াহাটি : লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে মারমুখি বিবদমান দুই গোষ্ঠীর ধুন্দুমার কাণ্ডে প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীব ভবন রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রাক্তনমন্ত্রী রকিবুল হুসেন এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক অনিল রাজার সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনায় বিব্রত কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব।
সোমবার দুপুর থেকে রাজীব ভবনে দলের প্রদেশ নেতৃত্ব যখন গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, তখন বাইরে অনিল রাজার সমর্থকরা প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন মুর্দাবাদ স্লোগানে পরিস্থিতি উত্তাল করে তুলেন। তাঁরা রকিবুল হুসেনের আয়ের অধিক সম্পত্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দল থেকে তাঁকে বহিষ্কারের দাবি তুলে স্লোগান দিতে থাকলে পালটা স্লোগান তুলেন রকিবুল সমর্থকরাও। তাঁরা সত্বর অনিল রাজাকে দল থেকে বহিষ্কার করার দাবি তুলে অনিল সমর্থকদের ওপর হামলা করতে তেড়ে যান। তবে পুলিশি হ্স্তক্ষেপে মারপিটের ঘটনা বেশিদূর এগোতে পারেনি।
রকিবুল সমর্থকদের দাবি, দলেরই একজন সিনিয়র নেতা তথা রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ডেকে মনেগড়া অভিযোগ তুলে দলবিরোধী কাজ করেছেন অনিল রাজা। তাই তাকে সত্বর দল থেকে বহিষ্কার করতে হবে। তাঁকে বহিষ্কার করে কংগ্রেস যে একটি শৃঙ্খলাপরায়ণ দল তা প্রমাণ করতে হবে নেতৃত্বকে।
এদিকে রকিবুল হুসেনকে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলে আখ্যা দিয়ে তাঁকে দল থেকে বহিষ্কার করে কংগ্রেসকে দূষণমুক্ত করার দাবি তুলেছেন অনিল রাজার সমর্থকরা। তাঁদের দাবি, দুর্নীতি না করলে পাহাড়-সম সম্পত্তির মালিক হতে পারেন না রকিবুল হুসেন। রকিবুলের মতো নেতাদের জন্য কংগ্রেসে আজ দুরবস্থা।
আসলে গতকাল শনিবার কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা রাজ্যসভার সদস্য গোলাম নবি আজাদ রাজীব ভবনে দলের নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। এই বৈঠকে বিবদমান দুই নেতা রকিবুল ও অনিলও ছিলেন। সে সময় রকিবুল হুসেনের নির্বাচন এলাকা সামাগুড়ির কতিপয় দলীয় কংগ্রেসি রাজীব ভবন চত্বরে এসে অনিল রাজার বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছিলেন। তাঁরা ‘অনিল রাজা মুর্দাবাদ’, ‘রকিবুল হুসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী নেতাকে বহিষ্কার করো’, ‘অনিল রাজা গো ব্যাক’ ইত্যাদি নানা স্লোগান দিয়ে রাজীব ভবন চত্বরকে উত্তাল করে তুলেছিলেন। রকিবুল সমর্থকরা জুতোর মালা তৈরি করে তা অনিল রাজার গলায় পরাতেও চেয়েছিলেন। তবে এরা দলীয় অন্য নেতাদের হস্তক্ষেপে তাতে সফল হননি।
এরই জবাব দিতে আজ দলে দলে অনিল রাজা সমর্থক এসে রকিবুল হুসেনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। তাদের মোকাবিলা করে রকিবুল সমর্থকরা তেড়ে আসলে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে।
এদিকে আজ এবং গতকালের উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা। তিনি বলেন, কংগ্রেসে উচ্ছৃঙ্খলতার স্থান নেই। কারোর কোনও অভিযোগ থাকলে তা দলের ভিতরে উত্থাপন করার ব্যবস্থা রয়েছে। তা না করে গতকাল কেন্দ্রীয় নেতার সামনে এবং আজ যাঁরা এমন কাণ্ড করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দলের অনুশাসন নষ্ট হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন