দোলে রাজ্য সরকারি কর্মীদের টানা ৪ দিন ছুটি - Aaj Bikel
দোলে রাজ্য সরকারি কর্মীদের টানা ৪ দিন ছুটি

দোলে রাজ্য সরকারি কর্মীদের টানা ৪ দিন ছুটি

Share This

রাজ্য সরকারি কর্মীদের ছুটির খবর। দোলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ৷ দোল ও হোলি উপলক্ষে দু’দিনই ছুটি দিচ্ছে রাজ্য সরকার৷ সোমবার নবান্নে প্রকাশিত ছুটির তালিকায় জানানো হয়, দোল উপলক্ষে রাজ্য ছুটি ঘোষণা করেছে চলতি বছরের ১ মার্চ। আর তার পরের দিন অর্থাত্‍ ২ মার্চ হোলি উপলক্ষে দেওয়া হবে ছুটি। পরের দু’দিন শনি ও রবিবার হওয়ায় এমনিতেই পাওয়া যাবে দু’টি ছুটি। অর্থাত্‍ এবছর দোল উপলক্ষে চারদিন টানা ছুটি কাটাতে পারবেন কর্মীরা।

কোন মন্তব্য নেই: