আজ বিকেল: বন্ধ নিয়োগ৷ মামলা ও সরকারি ‘উদাসীনতা’র জেরে থমকে SSC নিয়োগ প্রক্রিয়া৷ দীর্ঘ ছ’বছরের বন্ধ নিয়োগ চালুর দাবিতে লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে গিয়েছিলেন SSC চাকরিপ্রার্থীদের একাংশ৷ তবুও সমস্যার সমাধান হয়নি৷ তবে, পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে নতুন করে আন্দোলনের গুটি সাজানো যায় কি না তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ মালদহের মতো জেলায় জেলায় অনশন বিক্ষোভ কর্মসূচি নেওয়া যায় কি না তা নিয়ে চাকরিপ্রার্থীদের একাংশের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে৷
শিক্ষা ও চাকরির খবরের সমস্ত আপডেট জানতে ফেসবুক পেজ লাইক করুন৷
ভোটের আগে নতুন করে আন্দোলনে নামা যায় কি না তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ মন্তব্য করেছেন SSC আন্দোলনের অন্যতম মুখ রাজা নন্দী৷ রবিবার তিনি আজ বিকেলকে জানিয়েছেন, ‘‘কেউ কেউ আমাকে ফোন করে বলছে, যে মালদার প্রাইমারি চাকরি-প্রার্থীদের মতো রাজ্যের প্রতি জেলার DI office গুলির সামনে অনশনে বসা উচিত কি না, ভোটের আগে 5-12 SSC নিয়োগের জন্য অনশন করলেই নাকি সমস্যা সমাধান হয়ে যাবে৷’’
আরও পড়ুন: শিক্ষক নিয়োগের জট কাটাতে অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি
এই প্রসঙ্গে রাজা নন্দীর মন্তব্য, ‘‘মালদহে যারা চাকরির জন্য অনশন করছে তাদের কাছে কোর্ট order আছে ,যে চাকরি তাদের দিতেই হবে প্রাইমারিতে৷ আর দিলে যারা যারা অনশন করছে তাদের সকলকেই (108)জনকে চাকরি দিতে হবে৷ আইনগত ভাবে তারা প্রত্যেকই চাকরি পাওয়ার অধিকারী৷ কিন্তু সারা পশ্চিমবঙ্গে SSC candidate দের(5-12) কাছে ভোটের আগে রেজাল্ট বের করে স্কুলে চাকরি তাদের দিতেই হবে এমন কোনও কোর্ট order নেই৷ আইনগত ভাবে তারা কেউ চাকরি পাবার অধিকারী নয়৷ সুতরাং চাকরির দাবিতে অনশন করার কোনও আইনগত বৈধতা তাদের নেই৷’’
আরও পড়ুন: রাজ্যে দমকলে মোট ১০,১৭৫ টি শূন্যপদে নিয়োগের ঘোষণা
দ্বিতীয়ত, ‘‘মালদহের সমস্যা কেবল তাদের নিজেদের জেলার প্রাইমারি হবু শিক্ষকদের৷ কিন্তু SSC candidate দের সমস্যাটা সারা পশ্চিমবঙ্গের৷ ফলে একটি জেলায় অনশন ডাকা যত সহজ সারা বঙ্গের ssc candidate দের নিয়ে পুলিশি চোখ রাঙানি এড়িয়ে প্রতি জেলার DI office এর সামনে অনশন করার জন্য যে যোগ্য নেতার দরকার তার যেমন অভাব তেমনি, তেমনি candidate জোগাড় করা (কমপক্ষে 100-150) কঠিন৷ কারণ যারা আন্দোলন সম্পর্কে বিমুখ তারা করবে অনশন?
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের জমি বিতর্কে ক্ষোভ বাড়ছে উত্তরে
তৃতীয়, ‘‘পশ্চিমবঙ্গে SSC candidate(5--12) কমপক্ষে চার থেকে পাঁচ লক্ষ৷ আন্দোলন ডাকলে ২০০-৭০০০লোক যায় সারা পশ্চিমবঙ্গ মিলিয়ে৷ আবার গিয়েও ২থেকে চার ঘণ্টার বেশি থাকে না৷ বাড়ি ফেরার তারা৷ আর ভোটের আগে ৫-১২নিয়োগের জন্য অনশনে প্রতি জেলায় ২০জনও যোগ দেবে বলে আমার মনে হয় না৷ কারণ কেউ নিশ্চিত নয় যে অনশনে সে যোগ দিলে তার চাকরি হবেই ৫-১২এ৷ কারণ ৯-১২ চূড়ান্ত মেধাতালিকা কমিশন প্রকাশ করেছে৷ আপারে যে প্রচুর নিয়োগ হবে বা সব trained candidate চাকরি পাবে তার নিশ্চয়তা নেই৷ ৯/১২এ নতুন করে কেউ আর ডাক পাবে না৷ আর কোর্ট order অনুযায়ী inservice case এর solve না করে ৯-১২এর নিয়োগ কখনোই সম্ভব নয় যতই অনশন কর৷ মালদার অনশনকারীরা কিন্তু চাকরির ন্যায্য দাবিদার৷
আরও পড়ুন: রাজ্যে ৭২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা! সঙ্গে ১৮% বেতন বৃদ্ধির প্রস্তাব
চতুর্থ, ‘‘ধরে নিলাম ভোটের আগে ৫-১২এর নিয়োগের দাবিতে জেলায় জেলায় অনশন শুরু হল৷ inservice case মিটিয়ে সরকার ১১-১২এর candidate দের councelling শুরু করল৷ তারপর তারা ৫-১০এর জন্য আর অনশন করবে না৷ অনশন মঞ্চ দুর্বল হবে৷
পঞ্চম, ‘‘একইভাবে ৯-১০এর রেজাল্ট বেরোনোর পর তারাও কেটে পড়বে তখন আপার candidate দের পাশে কেউ তাকাবে না৷ লোকের অভাবে আর সংখ্যালঘু হয়ে আপার candidate দের অনশন গুরুত্ব হারাবে৷ এর মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হলে আর তাতেও সরকার উদাসীন দেখালে অনশনকারীরা মনোবল হারাবে৷ মালদায় যেমন কয়েকজন অসুস্থ হলেও শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউই কিন্তু চাকরি দেবেন এমন নিশ্চয়তা দেননি এখনও৷ আট দিন কেটে গেল অনশনের৷ সরকারের কোনও হেলদোল নেই৷
ষষ্ঠ, ‘‘তাই অনশন নয় জেলায় জেলায় ২০০ candidate জোগাড় করে, পূর্ণ প্রস্তুতি নিয়ে কলকাতায় পাঁচ হাজার পরীক্ষার্থী নিয়ে মিডিয়ার উপস্থিতিতে ৫-১২এ সম্পূর্ণ শূন্যপদে নিয়োগের দাবিতে (87781 according to PAB report ) লাগাতার গণআন্দোলন, ধর্মঘট, রাস্তা অবরোধ আর তারপর প্রয়োজনে অনশন করা যেতে পারে৷’’
আরও পড়ুন- গত পাঁচ বছরে সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ আসছে এপ্রিলে
আরও পড়ুন- রাজ্যে ৭২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা! সঙ্গে ১৮% বেতন বৃদ্ধির প্রস্তাব
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের দাবিতে এবার আমরণ অনশনের ডাক
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের দাবিতে এবার আমরণ অনশনের ডাক আরও পড়ুন- রাজ্যে ৭২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা! সঙ্গে ১৮% বেতন বৃদ্ধির প্রস্তাব
আরও পড়ুন- উচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা
আরও পড়ুন- চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক
আরও পড়ুন- চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক
আরও পড়ুন- স্কুলে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন- ১ লক্ষ ৫২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল
আরও পড়ুন- চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক
আরও পড়ুন- চূড়ান্ত অচলাবস্থা কলকাতা হাইকোর্টে, বন্ধ মামলার শুনানি
আরও পড়ুন- ৬২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় রেলের
আরও পড়ুন- মমতার এক কোটি কর্মসংস্থানে মোদীর শিলমোহর
আরও পড়ুন- রেলে’র গ্রুপ ডি পদে আবেদন বাতিল হাওয়ার সম্ভাবনা রুখবেন কীভাবে?
আরও পড়ুন- ‘রাজ্যে বেকার এবার ভাড়া করে আনতে হবে’
আরও পড়ুন- কারা কারা ফেসবুক করেন? এবার আরও বেশি করে করুন: মমতা
আরও পড়ুন- স্থায়ী চাকরি এবার উধাও, ছাঁটাইয়ের পথ পরিষ্কার
আরও পড়ুন- সংসদের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সমস্যায় রাজ্যের কয়েক হাজার শিক্ষক
আরও পড়ুন- UGC-NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি
আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কমিশন
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে জোড়া মেধাতালিকা প্রকাশ, কপাল খুলবে ১৩ হাজার
আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন