এক ক্লিকেই সমাধান! শিক্ষকদের জন্য নয়া অ্যাপ রাজ্যের - Aaj Bikel
এক ক্লিকেই সমাধান! শিক্ষকদের জন্য নয়া অ্যাপ রাজ্যের

এক ক্লিকেই সমাধান! শিক্ষকদের জন্য নয়া অ্যাপ রাজ্যের

Share This

আজ বিকেল: সুখবর আগেই ছিল৷ এবার হল কার্যকর৷ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জন্য নতুন পরিষেবা চালু করতে চলেছে রাজ্য৷ পরীক্ষামূলক ভাবে নয়া মোবাইল অ্যাপ পরিষেবা খুব শীঘ্রই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে৷ 


কী আছে নয়া এই পরিষেবায়? রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকস্তরের শিক্ষকদের জন্য HRMS অ্যাপ বাজারে আনছে রাজ্য৷ এই অ্যাপের মাধ্যমে নিজের প্রোফাইল, মাসিক বেতন, বার্ষিক বেতনের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে নয়া অ্যাপে৷

কীভাবে চলবে এই অ্যাপ? ডাউনলোড করার পর নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে৷ এক্ষেত্রে, যে নম্বরটি সরকারের খাতায় দাখিল করা হয়েছিল, সেই নম্বরটি দিতে হবে৷ অ্যাপ ডাউনলোড করুন নিচের লিংক থেকে অথবা কয়েকদিন পর প্লে স্টোর থেকে পাবেন৷ অথবা I-OSMS App লিখে google-এ সার্চ করে অথবা https://osms.wbsed.gov.in/  সাইটে গিয়ে পে-স্লিপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজকর্ম করতে পারবেন শিক্ষকরা৷

কোন মন্তব্য নেই: