বড় ব্যবধানে লা-লিগায় ম্যাচ জিতল বার্সেলোনা - Aaj Bikel
বড় ব্যবধানে লা-লিগায় ম্যাচ জিতল বার্সেলোনা

বড় ব্যবধানে লা-লিগায় ম্যাচ জিতল বার্সেলোনা

Share This

বার্সেলোনা : লা-লিগায় অনবদ্য জয় পেল বার্সেলোনা৷ সুয়ারেজের হ্যাট্রিক ও মেসির জোড়া গোলে জয় পায় বার্সেলোনা৷ প্রথমবারের জন্য লা-লিগায় খেলতে আসা জিরোনাকে ৬-১ গোলে হারিয়েছে স্প্যানিশ ফুটবল জায়েন্টরা৷ যদিও অবিশ্বাস্যভাবে ক্যাম্প ন্যূয়ে প্রথম গোলটি বার্সার জালে জড়িয়েছে৷ তিন মিনিটের মাথায় স্প্যানিশ অ্যাটিকিং মিডফিল্ডার পোর্তুর গোলে এগিয়ে যায় জিরোনা৷ দু’মিনিট পরেই মেশির পাস থেকে খেলায় সমতা ফেরান বার্সার স্ট্রাইকার সুয়ারেজ৷ বার্সার হয়ে ধারাবাহিকভাবে গোল করতে থাকেন মেসি, সুয়ারেজ, কুতিনহোরা৷ ৩০ মিনিটে সুয়ারেজের পাস থেকে নিজের প্রথম গোলটি করেন জার্সি নম্বর টেন৷ ৬ মিনিট পর ফ্রিকিক থেকে নীচু শটে ব্যাক্তিগত গোল সংখ্যা বাড়িয়ে নেন লিও মেসি৷

৪৪ মিনিটে কুতিনহোর বাড়িয়ে দেওয়া বল থেকে নিজের দু’নম্বর গোলটি করেন উুরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ৷ তবে শুধু বল বাড়িয়ে থেমে থাকলেন না ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কুতিনহো ৬৬ মিনিটে মেসির পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে ড্রিবল করে কিছুটা এগিয়ে যান৷ বেশ খানিকটা দুর থেকে হঠাৎ নেওয়া শটে বল জালে জড়ান তিনি৷ বার্সার স্কোর গিয়ে দাঁড়ায় ৫৷ ২০১৬ পর আবারও হ্যাট্রিক করলেন সুয়ারেজ, ৭৬ মিনিটে সহজ শটে জিরোনার জালে বল জড়ান তিনি৷ বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় বার্সা৷

কোন মন্তব্য নেই: