রসগোল্লার স্বীকৃতি আদায়ে ফের যুদ্ধে নামছে ওড়িশা - Aaj Bikel
রসগোল্লার স্বীকৃতি আদায়ে ফের যুদ্ধে নামছে ওড়িশা

রসগোল্লার স্বীকৃতি আদায়ে ফের যুদ্ধে নামছে ওড়িশা

Share This

আজ বিকেল: রসগোল্লা নিয়ে লড়াই ছাড়ছে না ওড়িশা। শনিবার রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের তরফে জানানো হয়েছে, রসগোল্লা ওড়িশারই। আর তার স্বীকৃতি পেতে চেন্নাইয়ের জিআই রেজিস্ট্রি অফিসে চূড়ান্ত আবেদন করা হয়েছে। গত বছর নভেম্বর মাসে রসগোল্লা-বিতর্কের অবসান ঘটে। 


ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিআই স্বীকৃতি পেয়ে যায় পশ্চিমবঙ্গ। তাতে গোঁসা হয় ওড়িশার। ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের আম-জনতা। তখনই রাজ্যের তরফে ঘোষণা করা হয়, রসগোল্লার জিআই স্বীকৃতি আদায়ের যুদ্ধে তারা সহজে হার মানতে নারাজ। তথ্যভাণ্ডার সমৃদ্ধ করে ফের তাঁরা জিআইয়ের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এদিন ওড়িশার ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের তরফে এক ট্যুইটর বার্তায় বলা হয়েছে, গতকাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রত্নাকর রউত চেন্নাইয়ের জিআই অফিসে রসগোল্লার স্বীকৃতি আদায়ে নতুন করে আবেদন করেছেন।

কোন মন্তব্য নেই: