গরমের অস্বস্তি কাটাতে পূর্ব রেলের বিশেষ ঘোষণা - Aaj Bikel
গরমের অস্বস্তি কাটাতে পূর্ব রেলের বিশেষ ঘোষণা

গরমের অস্বস্তি কাটাতে পূর্ব রেলের বিশেষ ঘোষণা

Share This

আজ বিকেল: গরমে আরও ৫২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ট্রেনগুলি চলবে শিয়ালদহ-আনন্দবিহার এবং ভাগলপুর-মুজফ্ফরপুরের মধ্যে। শিয়ালদহ-আনন্দবিহারের মধ্যে চলবে ২৬টি সাপ্তাহিক গ্রীষ্মকালীন ট্রেন বলে জানা গিয়েছে৷


শিয়ালদহ থেকে ট্রেনগুলি ছাড়বে ৭ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে। প্রতি শনিবার এই বিশেষ ট্রেনগুলি শিয়ালদহ থেকে ছাড়বে। ভাগলপুর-মুজফ্ফরপুরের মধ্যে চলবে ২৬টি সাপ্তাহিক গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন। এই ট্রেনগুলি ২ এপ্রিল থেকে ২৫ জুনের মধ্যে চলবে। ভাগলপুর থেকে ট্রেনগুলি ছাড়বে প্রতি সোমবার। 

এগুলি ছাড়াও বিভিন্ন রুটে ১৫২টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। এদিকে, রামকৃষ্ণদেবের জন্মবার্ষিকী পালন উপলক্ষে ভক্তদের সুবিধার জন্য আজ, রবিবার পূর্ব রেল হাওড়া-বেলুড় মঠ স্টেশনের মধ্যে তিন জোড়া বিশেষ ট্রেন চালাবে।

কোন মন্তব্য নেই: