রাজৌরিতে বজ্রাঘাতে মৃত্যু মহিলার - Aaj Bikel
রাজৌরিতে বজ্রাঘাতে মৃত্যু মহিলার

রাজৌরিতে বজ্রাঘাতে মৃত্যু মহিলার

Share This

জম্মু : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার| সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার কান্দি গ্রামে| মৃত মহিলার নাম হল, পারভীন আখতার (৩৫)| তাঁর বাড়ি কান্দি গ্রামেই| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাতে বাড়ির ভিতরেই ছিলেন পারভীন আখতার নামে ওই মহিলা|

 আচমকা বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়েছে| উল্লেখ্য, সোমবার থেকে জম্মুতে এখনও পর্যন্ত বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তিন জনের|
সোমবার জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায়, মাহোরের লাউঞ্চা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয় বাবা ও ছেলের| বাড়ির ভিতরেই বজ্রাঘাতে মৃত্যু হয় বাবা ও ছেলের| মৃতদের নাম হল, আলি মহম্মদ (৩০) এবং তাঁর ছেলে শাবির (৩)|

কোন মন্তব্য নেই: