ঝাড়্গ্রাম : হাসপাতালের স্টাফদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করলেন ঝাড়গ্রাম জেলা সুপারস্পশালিটি হাসপাতালের সুপার। শনিবার ঝাড়্গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মলয় আদক তিনি নিজের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষনের ব্যাবস্থা করেছেন।
এদিন ঝড়গ্রাম হাসপাতালের নার্সিং ট্রেনিং কলেজের কম্পিউটার ল্যাবে হাসপাতাল সুপারের তত্ত্বাবধানে শুরু হল প্রশিক্ষণ। ঝাড়গ্রাম হাসপাতালের ডিইও চন্দন শতপথি প্রশিক্ষণ দেবেন হাসপাতালের স্টাফদের। প্রথম পর্যায়ে ওয়ার্ড সিস্টার,ফার্মাসিস্ট মোট তেইশ জনকে নিয়ে শুরু হল প্রশিক্ষণ। প্রথম ধাপে সপ্তাহে শনিবার করে ট্রেনিং চলবে দুমাস ধরে। এইভাবে প্রশিক্ষণ চলবে। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে স্টাফ রয়েছেন প্রায় তিনশো জন।
জানা গিয়েছে এদের মধ্যে কম করে একশো জনকে প্রশিক্ষন দেওয়া হবে। অর্থাৎ যে সব স্টাফ কম্পিউটার একেবারেই জানেন না তাদের এই প্রশিক্ষেনর আওতায় আনা হয়েছে। মূলত নার্সিং স্টাফ,ওয়ার্ড সিস্টার,ফার্মাসিস্ট এবং প্রশাসনিক মহলে যে সব স্টাফরা রয়েছেন তাদের সবাইকে প্রশিক্ষন দেওয়া হবে।আর কম্পিউটার এই প্রশিক্ষন বাধ্যতামূলক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালের সুপার মলয় আদক বলেন“ আমাদের রাজ্যে এখন ই গভরনেন্স চালু হয়ে গিয়েছে।ডিজিটাল ইন্ডিয়া হয়েছে। তাই এখন সর্ব ক্ষেত্র কম্পিউটার জানা আবশ্যিক। হাসপাতালের মতো পরিষেবা মূলক ক্ষেত্রে তো বাধ্যতা মূলক মম্পিউটার জানা। তাই আমরা পরিষেবা দেওয়ার ক্ষেত্রকে মসৃন করার জন্য যারা এখনো কম্পিউটার জানেন না সেই সব স্টাফদের আমরা প্রশিক্ষণ করাচ্ছি। কাজের পর শনিবার সপ্তাহে একদিন প্রশিক্ষণ হবে। দুমাস ধরে চলবে প্রথম পর্বের প্রশিক্ষণ।’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন