আগরতলা : আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে আগরতলা-শিলং বায়ুপথে বিমান পরিষেবা চালু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের উড়ান যোজনা বলে এই পরিষেবা চালু হচ্ছে।
জানা গেছে, এয়ার-ডেকান নামের বিমান সংস্থা এই রুটে বিমান চালাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহে ছয়দিনই এয়ার-ডেকানের বিমান চলবে। ডেকানের বিমান পরিষেবা কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা, আগরতলা-শিলং, শিলং-আগরতলা রুটে চলবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। ভাড়া তুলনামূলক ভাবে অনেকটাই কম। টিকিট বুকিং নেওয়া শুরু হয়ে গেছে।
কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যাতে সব জায়গায় বিমানে যাতায়াত করা যায় সেই সুবিধা চালু করতে উড়ান যোজনা চালু করেছিল। রাজ্যের কৈলাসহর বিমানবন্দরকে পুনরুজ্জীবিত করে কেন্দ্রীয় সরকারের উড়ান যোজনার আওতায় আনার জন্য বিমান পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। কৈলাসহর বিমানবন্দর সংস্কারের পর ১৯ আসন বিশিষ্ট এটিআর বিমান পরিষেবা প্রথমে চালু হবে। তার পর আরও বড় বিমান চালানো হতে পারে বলেও জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন