গুয়াহাটি : মহাশিবরাত্রি উপলক্ষে ব্রহ্মপুত্রের ওপারে ঐতিহ্যমণ্ডিত উমানন্দ মন্দিরে ভক্ত ও পর্যটকদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করেছে অভ্যন্তরীণ জল পরিবহণ দফতর। সে অনুসারে আটটি ফেরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ফেরিগুলি যথাক্রমে নাহরবিল, কাজিরঙা, রূপকোঁওর, কদম, তরঙ্গ, বাঘবর, টুনি এবং বগিনদী।
এই তথ্য দিয়ে জল পরিবহণের অধিকর্তা ভারতভূষণ দেবচৌধুরী জানান, একেকটি ফেরিযানে প্রতি দফায় প্রায় দেড় হাজার ভক্ত মন্দিরে যাতায়াত করতে পারবেন। তাছাড়া সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা রোধের জন্য যথেষ্ট সংখ্যার স্বেচ্ছাসেবী, আধিকারিক-কর্মচারী, এসডিআরএফ এবং এনডিআরএফ কর্মী নিয়োজিত করা হয়েছে। যাত্রী-ভিড় সামাল দিতে এবং তাঁদের সুবিধার প্রতি দৃষ্টি রেখে এবার উমানন্দ-কাছারিঘাট ছাড়াও লাচিতঘাট, রাজাদুয়ার এবং উত্তর গুয়াহাটি থেকেও ফেরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জল পরিবহণের অধিকর্তা ভারতভূষণ দেবচৌধুরী।
এই তথ্য দিয়ে জল পরিবহণের অধিকর্তা ভারতভূষণ দেবচৌধুরী জানান, একেকটি ফেরিযানে প্রতি দফায় প্রায় দেড় হাজার ভক্ত মন্দিরে যাতায়াত করতে পারবেন। তাছাড়া সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা রোধের জন্য যথেষ্ট সংখ্যার স্বেচ্ছাসেবী, আধিকারিক-কর্মচারী, এসডিআরএফ এবং এনডিআরএফ কর্মী নিয়োজিত করা হয়েছে। যাত্রী-ভিড় সামাল দিতে এবং তাঁদের সুবিধার প্রতি দৃষ্টি রেখে এবার উমানন্দ-কাছারিঘাট ছাড়াও লাচিতঘাট, রাজাদুয়ার এবং উত্তর গুয়াহাটি থেকেও ফেরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জল পরিবহণের অধিকর্তা ভারতভূষণ দেবচৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন