বদৌলের আন্তর্জাতিক শিবরাত্রি মহোৎসবে স্থানীয় কলা প্রদর্শন বিদেশি নৃত্যাঙ্গনাদের - Aaj Bikel
বদৌলের আন্তর্জাতিক শিবরাত্রি মহোৎসবে স্থানীয় কলা প্রদর্শন বিদেশি নৃত্যাঙ্গনাদের

বদৌলের আন্তর্জাতিক শিবরাত্রি মহোৎসবে স্থানীয় কলা প্রদর্শন বিদেশি নৃত্যাঙ্গনাদের

Share This


শিবসাগর  : আহোম রাজত্বে প্রচলিত পরম্পরা অক্ষুণ্ণ রেখে শিবসাগরের শিবদৌলে অনুষ্ঠিত শিবরাত্রিকে এবার আন্তর্জাতিক মহোৎসব হিসেবে পালন করা হচ্ছে। আন্তর্জাতিক শিবরাত্রি মহোৎসবে আমেরিকা, জাপান-সহ বেশ কয়েকটি দেশের শিল্পী ও পর্যটক এসেছেন।

স্বর্গদেও শিব সিংহের মহারানি দ্রৌপদীর খনন করা দিঘির পাড়ে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এবং উঁচু শিবদৌলে অনুষ্ঠিত শিবরাত্রি তথা মেলা এবারও সমন্বয়স্থলে পরিণত হয়েছে। মঙ্গলবার রাতে সাংসদ কামাখ্যাপ্রসাদ তাসা প্রদীপ প্রজ্বলন করে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর দীপাঞ্জলি সংগীত বিদ্যালয়ের রাতুল কাকতির শিববন্দনার সঙ্গে আজিম উদ্দিন এবং আমিরুল আহমেদের তবলা ও অন্য বাদ্যযন্ত্রের সংগত উপস্থিত দর্শক-ভক্তদের মোহিত করেছে। গতকাল এবং আজ আমেরিকা, জাপানের কয়েকজন সংগীত, বাদ্য এবং নৃত্যশিল্পী তাঁদের কলা প্রদর্শন করেছেন। তাঁরা এখানকার কৃষ্টি ও সংস্কৃতিই তাঁদের কলার মাধ্যমে তুলে ধরেছেন। বহুদিন আগে থেকে তাঁরা এখানে অবস্থান করে স্থানীয় কলাশিল্পের অনুশীলন করছিলেন। আমেরিকার বহু মহিলা নাগরিক আজ সারাদিন নির্জলা উপবাস করে শিবের আরাধনা করছেন।

শিবরাত্রি উপলক্ষে পুজো ও মেলাকে এবার আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ায় আহোম যুগের ৫৫১-এর বেশি অক্ষত ভাস্কর ও স্থাপত্য বিশ্বের পর্যটকদের আকর্ষণ করবে বলে মনে করছেন সাংসদ কামাখ্যাপ্রসাদ তাসা। তিনি জানান, শিবসাগর জেলা পর্যটনের পরিকাঠামো উন্নত করতে কেন্দ্রীয় সরকার ৩৯ কোটি টাকার এক প্রকল্প ঘোষণা করেছে। জেলাশাসক নারায়ণ কোঁওর বলেন, এই কার্যক্রম উপলক্ষে বিদেশি পর্যটকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা সাড়া দিয়েছেন। ইতিমধ্যে ৫০-এর বেশি বিদেশি পর্যটক এসে শিবরাত্রির পুজো ও মেলার আনন্দে মেতে উটেছেন, জানান জেলাশাসক।

কোন মন্তব্য নেই: