নয়াদিল্লি : হাঁটুর চোটের কারণে এশিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে নাম সরিয়ে নিলেন দু’বারের অলিম্পিক পদক জয়ী বক্সার সুশীল কুমার৷ অনেকদিনের ব্যবধানে বক্সিং রিং-এ ফিরে জাতীয়স্তরে সোনা জিতেছিলেন৷ কিন্তু হাঁটুর চোটের কারণে এবার এশিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ালেন তিনি৷
প্রভীন রানাকে হারিয়ে কমনওয়েলথ গেমস, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র পেয়েছিলেন সুশীল৷ কিন্তু ওই ট্রায়ালগুলিতে হাঁটুতে চোট পান সুশীল৷ অাগামী এপ্রিলে কমনওয়েলথ গেমসে সম্পূর্ণ সুস্থ হয়ে যোগ দেওয়ার জন্য এশিয়া চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম তুলে নিলেন বলা জানা গিয়েছে৷ সুশীল সরে যাওয়ার পর তাঁর জায়গাতে প্রতিযোগী হিসেবে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রথম পছন্দ প্রভীন রানা৷
কমনওয়েথ ট্রায়ালে প্রভীন ও সুশীলের সমর্থকরা নিজেদের মধ্যে মারপিটে জড়ায়৷ গুরুতর আহত হন প্রভীনের দাদা৷ বিষয়টি কোর্ট পর্যন্ত গড়ায়৷ সুশীলে বিরুদ্ধে ৩২৩ ও ৩৪১ ধারায় মামলা হয়৷ অন্যদিকে নিজের চোটের জন্যও প্রভীনকে দায়ী করেন পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার বিজয়ী বক্সার সুশীল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন