নয়াদিল্লি : প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী | তাঁর মৃত্যুতে শোকবার্তা জানাতে গিয়ে সমালোচনার মুখে কংগ্রেস। রবিবার ট্যুইটারে শোকবার্তা জানাতে গিয়ে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়, তাঁকে ২০১৩ সালে পদ্মশ্রী খেতাব দিয়েছিল ইউপিএ সরকার।’ কংগ্রেসের এই ট্যুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। এরপরই সমালোচনা শুরু হলে বিতর্কিত ট্যুইট মুছে দিতে বাধ্য হয় কংগ্রেস।
শনিবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শ্রীদেবী। বয়স হয়েছিল ৫৪ বছর। এই জনপ্রিয় অভিনেত্রীর অকালমৃত্যুতে শোকাহত সারা দেশ। বিভিন্ন মহল থেকে শোকপ্রকাশ করা হচ্ছে। প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে তাঁর মৃত্যুতে শোকবার্তা জানাতে গিয়ে রাজনীতি করে সমালোচনার মুখে কংগ্রেস।রবিবার সকালে কংগ্রেস ট্যুইটারে লেখে, ''শ্রীদেবীর মৃত্যুতে আমরা মর্মাহত। দারুণ অভিনেত্রী ছিলেন তিনি। নিজের কাজের মাধ্যমেই মানুষের হৃদয়ে থেকে যাবেন শ্রীদেবী। তাঁর নিকটজনদের সমবেদনা জানাচ্ছি। ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী দিয়েছিল ইউপিএ সরকার।''
শেষ লাইনটি পড়া মাত্র সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে যায়। অভিনেত্রী মৃত্যু নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না কংগ্রেস। এই নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে কটাক্ষ করে লিখতে শুরু করেন, এবার হয়তো কংগ্রেস শোকবার্তায় লিখবে তিনি জন্মেছিলেন নেহরুর আমলে। ক্রিকেটার রবীন্দ্রা জাদেজাও কংগ্রেসের এই ট্যুইটের তীব্র নিন্দা করে লিখেছেন, কংগ্রেস এটা নিয়েও রাজনীতি করতে চাইছে। এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া দরকার।
যদিও ট্যুইটে ভুল করা হয়েছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেটি মুছেও দেয় কংগ্রেস। তবে তার জন্য কোনও ক্ষমা প্রার্থনা তারা করেনি। এরপর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ট্যুইট করে শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন