শ্রীনগর : কাশ্মীর উপত্যকায় আবারও সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| খতম হল কুখ্যাত এক লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| সোমবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার হাজিন শহরের উপকণ্ঠে বোন মোল্লাহ গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর জখম হয় সন্দেহভাজন এক লস্কর-ই-তৈবা জঙ্গি| পরে মৃত্যু হয় সন্দেহভাজন ওই লস্কর জঙ্গির| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ বান্দিপোরা জেলার হাজিন শহরের উপকণ্ঠে বোন মোল্লাহ গ্রামে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় জঙ্গিরা| সময় নষ্ট না করে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব ফিরিয়ে দিলে শুরু হয় গুলির লড়াই| এরই মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে যায়| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪৫ ব্যাটেলিয়ান, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ১৩ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা|
পরে নিরাপত্তা বাহিনী জানতে পারে, এনকাউন্টারে গুরুতর জখম হয়েছে সন্দেহভাজন এক লস্কর-ই-তৈবা জঙ্গি| মঙ্গলবার সকালে পুলিশের তরফে জানানো হয়েছে, এনকাউন্টারে জখম ওই লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে| নিহত লস্কর জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন