রটারডাম,: রেকর্ড থেকে আর মাত্র এক পা দুরে রয়েছেন রজার ফেডেরার। বিশ্ব টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে তিনি জার্মানির ফিলিপকে হারালেন। ম্যাচের ফলাফল ৭-৬ (৮-৬), ৭-৫।
ইতিমধ্যে ফেডেরার ক্রমতালিকায় শীর্ষস্থানে থাকার রেকর্ড রয়েছে। তবে ২০১২ সাল থেকে তিনি আর একনম্বরে পৌঁছতে পারেননি। পরের রাউন্ডে ফেডেরারকে নেদারল্যান্ডের রবিন হাসের বিরুদ্ধে খেলবেন। বৃহস্পতিবার রাতে ট্যালন গ্রিয়েকস্পারকে ৬-৪, ৬-০ সেটে তিনি পরাস্ত করেন।
প্রসঙ্গত, বিগত একডজন ম্যাচে ফেডেরারকে একবারও হারাতে পারেননি ফিলিপ। ম্যাচের পর ফেডেরার বলেন, “আজকের ম্যাচটা বেশ কঠিন ছিল। আমি নিজের ছন্দে ছিলাম না। এটা ফিলিপের খেলার জন্যই সম্ভব হয়েছে। ম্যাচটা আমার কাছে কার্যত যুদ্ধের সমান ছিল।”
আগের দুটি ম্যাচ স্ট্রেট সেটে জয় করেছিলেন ফেডেরার। শুক্রবার রাতেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। ইন্ডোর হার্ড কোর্টে হাসেকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চান ফেডেরার। অার সবচেয়ে বয়স্ক টেনিস তারকা হিসাবে ক্রমতালিকার শীর্ষে উঠতে পারবেন। ইতিপূর্বে এই রেকর্ডটি আন্দ্রে আগাসির দখলে ছিল। তিনি ৩৩ বছর ১৩১ দিন বয়সে এই রেকর্ড কায়েম করেছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন