কুমীরের কামড়ে নিশ্চিত মৃত্যু হাত থেকে কাকাকে বাঁচাল এক কিশোর - Aaj Bikel
কুমীরের কামড়ে নিশ্চিত মৃত্যু হাত থেকে কাকাকে বাঁচাল এক কিশোর

কুমীরের কামড়ে নিশ্চিত মৃত্যু হাত থেকে কাকাকে বাঁচাল এক কিশোর

Share This

ভুবনেশ্বর : নিশ্চিত মৃত্যুর হাত থেকে নিজের কাকাকে বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দিল ওড়িশার এক কিশোর| ওই কিশোর তার কাকার সঙ্গে ওড়িশার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল| সেই সময় একটি কুমীর হঠাত আক্রমণ করে ওই কিশোরের কাকা পেশায় মৎস্যজীবী বিনোদ মল্লিকের পায়ে কামর বসায় | কিন্তু সেই সময় কাকার পাশে থাকা শিকু নামে ওই কিশোর কোনও রকম ভয় না পেয়ে পাশে থাকা একটি বাঁশ দিয়ে কুমীরটিকে আঘাত করে| আঘাত পেয়ে কুমীরটি চোয়াল আলগা করলেই প্রাণে বেঁচে যায় ওই মৎস্যজীবী| হারহীম করা এই ঘটনাটি শনিবার প্রকাশ্যে এসেছে|

স্থানীয় ও পুলিশ সূত্রে ঘটনার বিবরণে জানা গিয়েছে, ওড়িশার কেন্দ্রপাড়ার বাসিন্দা বছর ২৬-এর যুবক বিনোদ মল্লিক পেশায় মৎস্যজীবী| রোজকার মত ভাইপো শিকুকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু, জলে নামতেই কুমীরের খপ্পরে পড়েন তিনি। কিন্তু কাকাকে মৃত্যুর মুখে দেখেও ঘাবড়ায়নি শিকু। বরং বাঁশের লাঠি দিয়ে সোজা মেরেছে কুমীরের মাথায়। বাড়ি খেয়ে কুমীর চোয়াল আলগা করতেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন বিনোদ। তিনি এখন রাজনগর হাসপাতালে চিকিৎসাধীন।

বন দফতরের এক আধিকারিক জানান, নদীর ধারের বেশকিছু এলাকা কুমীরের জন্য বিপজ্জনক বলে চিহ্নিত করা রয়েছে। এলাকা বাসীদের ওই সব এলাকায় না যাওয়ার জন্য সতর্কতাও জারি করা হয়েছে। বন দফতর থেকে বিনোদ মল্লিককে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই: