আগরতলা : দেশের সর্বোচ্চ আদালতের চার বিচারপতির সাংবাদিক সম্মেলন এবং আদালতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশিত বিভিন্ন তথ্যে মত প্রকাশ করা বাঞ্ছনীয় নয় বলে মনে করেন বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান। একেই সঙ্গে দ্রুত সমস্যার নিষ্পত্তি হওয়াই কাম্য বলেও তিনি উল্লেখ করেন।
সম্প্রতি সুপ্রিম কোর্টের চার বিচারপতি বিস্ফোরক মন্তব্যে এবং সাংবাদিক সম্মেলনে প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে যে সব তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন তা নিয়ে ত্রিপুরার বিচার ব্যবস্থার সঙ্গে যুক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। আদালত চত্বরে বর্তমানে এটি এখন অবসর সময়ে চর্চার মূল বিষয়। আইনজীবীরা নিজেদের মত করে বিষয়গুলির ব্যাখ্যাও করছেন। সংশ্লিষ্ট বিষয় গুলি নিয়ে আইনি বিশেষজ্ঞরা বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের মত প্রকাশও শুরু করেছেন।
সংশ্লিষ্ট বিষয়ে বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান বরিষ্ঠ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সুপ্রিমকোর্টের চার বিচারপতি সাংবাদিক সম্মেলনে উল্লেখিত বিষয় গুলি দেশের সর্বোচ্চ আদালতের আভ্যন্তরীণ বিষয়। এতে কারোর মন্তব্য করা বাঞ্ছনীয় নয়। অবিলম্বে সমস্যার সমাধান হউক এটাই মূল বিষয়"।
তিনি আরও উল্লেখ করেন, বিভিন্নজন সর্বোচ্চ আদালতের বিষয় গুলি নিয়ে রাজনীতি করার চেষ্টা করতে পারেন। বিভিন্ন ভাবে বিষয়গুলি ব্যাখ্যাও করছেন। কিন্তু আদালতের আভ্যন্তরীণ বিষয়ে মতামত না প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধান হওয়াই কাম্য।
উল্লেখ করা যেতে পারে জাতীয় স্তরে এবং রাজ্য স্তরেও এবিষয়টিকে নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের বাদানুবাদ শুরু হয়েছে। আর সংশ্লিষ্ট সাধারণ মানুষকেও প্রভাবিত করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন