মন্তেশ্বর : সোমবার সন্ধ্যায় মন্তেশ্বরের ধেনুয়া গ্রামের একটি মসজিদের পাশের ধানকলে বোমা বিস্ফোরনে দুই গ্রামবাসী জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ সূত্রের খবর, এদিন সন্ধ্যা ছ’টা নাগাদ স্থানীয় মসজিদের পাশের একটি ধানকলে হঠাৎ বিস্ফারনের ঘটনা ঘটে৷ বিস্ফোরনের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা৷
কিছু বুঝে ওঠার অাগেই এলাকায় উত্তেজনা দেখা দেয়৷ স্থানীয় বাসিন্দারা ধানকল গিয়ে দুজনকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷ জখমদের মধ্যে একজনের বয়স ১৪ বছর৷ তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ বিস্ফোরনের খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে অাসে৷ এবিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য না করলেও ঘটনা তদন্ত শুরু করেছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিয়ে গ্রানবাসীরা মুখে কুলুপ এঁটেছেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন