মেলবোর্ন : হাঁটুর চোট সারিয়ে সরাসরি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমে ঝড় তুললেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল৷ চোটের কারণে এটিপির ফাইনালের মাঝপথ থেকে সরে দাঁড়ান তিনি৷ নতুন মরশুমে আর কোর্টে নামেননি নাদাল৷ একটিও প্রস্তুতি ম্যাচ ছাড়াই গ্র্যান্ড স্ল্যামের আঙিনায় ব়্যাকেট হাতে কোর্টে নামলেন তিনি৷
ডমিনিকান প্রজাতন্ত্রের ভিক্টর এস্ত্রেল্লা বার্গোসের সিঙ্গলস ব়্যাংকিং ৮৩ হলেও বিশ্বের এক নম্বর নাদালের প্রতিপক্ষ হিসেবে নিতান্তই আনকোরা ৩৭ বছরের তারকা৷ মাত্র ২৩ মিনিটে প্রথম সেট জিতে নেন রাফা৷ সব মিলিয়ে ১ ঘণ্টা ৩৪ মিনিট লড়াই চালাতে হয় নাদালকে৷ সাকুল্য তিনটি গেম ধরে রাখতে সক্ষম হন তাঁর প্রতিপক্ষ৷ রাফা অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের বাধা টপকে যান ৬-১, ৬-১, ৬-১ সেটে৷
জয়ের পর নাদাল বলেন, ‘ব্রিসবেনে খেলতে না পারায় হতাশ হয়েছিলাম৷ তাই এখানে কোর্টে নামা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল৷ রড লেভার এরিনায় ফিরতে পেরে দারুণ লাগছে৷ এই আবহটাই স্পেশাল৷ লন্ডনের পর বেশ কিছুদিন কোর্টের বাইরে ছিলাম৷ ফিরে আসার পর এই জয়টা দরকার ছিল৷’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন